Viral video

‘বটল ক্যাপ’ অতীত, নিতে পারবেন এই যুবতী ছুঁড়ে দেওয়া নতুন চ্যালেঞ্জ?

ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় সাড়ে পাঁচ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রচুর ইউজার এই পোস্টটি শেয়ার ও লাইক করেছেন। আর কমেন্ট বক্স ভরে গিয়েছে জ্যাক্সের প্রশাংসায়।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১৪:০৬
Share:

চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মার্কিন জিমন্যাস্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বটল ক্যাপ চ্যালেঞ্জ এখন অতীত। এক মার্কিন জিমন্যাস্ট ছুঁড়ে দিলেন ‘নিউ ফ্লেক্স চ্যালেঞ্জ’। এই মহিলা জিমন্যাস্টের নাম জ্যাক্স ক্র্যানিটজ। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নেটিজেনদের।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেঝেতে প্রথমে হাঁটু মুড়ে বসে রয়েছেন জ্যাক্স। তারপর উপুড় হয়ে শুয়ে হাত দু’টিকে পিছমোড়ার ভঙ্গিতে রাখছেন। এবার শুয়ে থাকা অবস্থাতেই পা দুটিকে ঘুরিয়ে প্রায় সামনের দিকে নিয়ে চলে এলেন। এরপর উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করেন, ভাবখানা এমন যেন,‘পারলে করে দেখাও’।

ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় সাড়ে পাঁচ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রচুর ইউজার এই পোস্টটি শেয়ার ও লাইক করেছেন। আর কমেন্ট বক্স ভরে গিয়েছে জ্যাক্সের প্রশাংসায়।

Advertisement

আরও পড়ুন: দিয়েগো-র ‘উদ্দাম যৌনতা’ বিলুপ্তির মুখ থেকে ফিরিয়ে আনল গোটা প্রজাতিকে

ভিডিয়োটির পোস্টে জ্যাক্স লিখেছেন, ‘যাঁরা পারবেন বলে আপনাদের মনে হয়, তাঁদের ট্যাগ করুন’।তাই আপনি যদি কাউকে এই চ্যালে়ঞ্জ নিতে উত্সাহিত করতে চান তবে তাঁর সঙ্গে শেয়ার করতে পারেন পোস্টটি।

আরও পড়ুন: নিয়মিত এই সব কাজ করেন না স্বামী, বিচ্ছেদের আর্জি স্ত্রীর

দেখুন সেই ভিডিয়ো:

new flex challenge??? Tag a friend that you think can do this💁🏻‍♀️ • • Follow on Tik Tok @jax_kranitz for more videos!!

A post shared by jax (@jax.kranitz) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement