Viral video

হয়তো আমাদের মধ্যেই বসবাস করছে ভিন গ্রহের প্রাণীরা, দাবি প্রথম ব্রিটিশ মহাকাশচারীর

হেলেন বলেন, “এমনও হতে পারে আমাদের মধ্যেই ভিন গ্রহের প্রাণীরা রয়েছে। অথচ আমরা তাদের দেখতে পাই না।” ১৯৯১ সালে রসায়নবিদ হেলেন মাত্র ২৭ বছর বয়সে স্পেস মিশনে গিয়েছিলেন। কম বয়সে মহাকাশে যাওয়া নভশ্চরদের মধ্যে তিনি অন্যতম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ১৬:০৩
Share:

প্রতীকী চিত্র। ইনসেটে হেলেন শরমন।

পৃথিবী ছাড়াও নাকি এই মহাবিশ্বে আরও বুদ্ধিমান প্রাণী রয়েছে। অথবা এলিয়েন বা ভিন গ্রহের প্রাণিদের মহাকাশ যান দেখেছেন বলেও অনেকে দাবি করেন। তবে এবার এই সব কিছু ছাড়িয়ে ব্রিটেনের প্রথম মহাকাশচারী হেলেন শরমন দাবি করলেন, পৃথিবীতেই আমাদের মাঝে হয়তো রয়েছে এলিয়নরা।

Advertisement

হেলেন ১৯৯১ সালে সোভিয়েত মির স্পেস স্টেশনে গিয়েছিলেন। রবিবার তিনি একটি সংবাদপত্রকে বলেন,“মহাবিশ্বে কোটি কোটি গ্রহ তারা রয়েছে। সেখানে কোথাও অন্য কোনও রূপে প্রাণ থাকতে পারে। হতে পারে সেই প্রাণীরা আমার আপনার মতো কার্বন, নাইট্রোজেনদিয়েই তৈরি, আবার অন্য কোনও রকমও হতে পারে।”

তবে এর পর হেলেন যা বলেন তা চমকে দেওয়ার মতো। হেলেন বলেন, “এমনও হতে পারে আমাদের মধ্যেই ভিন গ্রহের প্রাণীরা রয়েছে। অথচ আমরা তাদের দেখতে পাই না।” ১৯৯১ সালে রসায়নবিদ হেলেন মাত্র ২৭ বছর বয়সে স্পেস মিশনে গিয়েছিলেন। কম বয়সে মহাকাশে যাওয়া নভশ্চরদের মধ্যে তিনি অন্যতম।

Advertisement

বিমান থেকে অজ্ঞাত মহাকাশ যান দেখা গিয়েছে বলে একাধিকবার দাবি উঠেছে। তাদের স্বপক্ষে নানান ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে কাটা-ছেঁড়াও হয়েছে।

দেখুন ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement