Viral video

এ যেন গঙ্গাফড়িংয়ের কঙ্কাল, গাছে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত প্রাণী!

কঙ্কালের মতো সবুজ দেহে রয়েছে অন্তত ছ’টি পা, দু’টি শুঁড়। সব মিলিয়ে আকারটা অনেকটা গঙ্গাফড়িংয়ের মতো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৬:৫৮
Share:

গাছে চরে বেড়াচ্ছে অদ্ভুত প্রাণী। ছবি: টুইটার থেকে নেওয়া।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন মাঝে মাঝে এমন কিছু প্রাণীর ছবি, ভিডিয়ো সামনে আসে যা আগে সামনে আসেনি। তেমনই একটি ভিডিয়ো সামনে এল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবুজ কঙ্কালের মতো দেখতে একটি ছোট্ট পোকা গাছ বেয়ে উঠে যাচ্ছে।

Advertisement

ভিডিয়োটি পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিন কাসওয়ান। প্রথমে দেখলে মনে হবে একটি গাছের উপর আগাছা জন্মেছে, তারই ছবি কেউ ক্যামেরবান্দি করে পোস্ট করেছেন। কিন্তু ভুল ভাঙবে পরের মুহূর্তেই। ‘আগাছা’টি গাছের উপর হেঁটে বেড়াচ্ছে।

আসলে এটি একটি প্রাণী, যার কঙ্কালের মতো সবুজ দেহে রয়েছে অন্তত ছ’টি পা, দু’টি শুঁড়। সব মিলিয়ে আকারটা অনেকটা গঙ্গাফড়িংয়ের মতো। ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিনও বলতে পারেননি এই প্রাণীটি কী। ভিডিয়োটি তাঁকে মারিয়া চ্যাকন নামে এক ব্যক্তি পাঠিয়েছেন বলে পরভিন পোস্টে জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: করোনার আক্রমণ থেকে রেহাই পেলেন না জেমস বন্ডের বান্ধবীও

৪৪ সেকেন্ডের ভিডিয়োটি পরভিনের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে সাড়ে ছ’ হাজারের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে নেটাগরিকরা বিস্ময় প্রকাশ করেছেন প্রাণীটিকে নিয়ে। এর আগে তাঁরাও যে এমন কোনও প্রাণী দেখেননি তা জানিয়েছেন কমেন্ট বক্সে।

আরও পড়ুন: রাস্তা ফাঁকা, ইন্টারনেটে ট্রাফিক বেড়ে গিয়েছে ৭০ শতাংশ!

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement