Viral video

যাত্রী ভর্তি বিমানে বজ্রপাতের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল, তারপর...

বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ক্যামেরাবন্দি হয়। যিনি সেটি ক্যামেরাবন্দি করেন, তিনি একজন পাইলট। তাঁর নাম ড্যানিয়েল ক্যুরি বলে জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম। বিমানবন্দরে টারম্যাকের জানালা দিয়ে তিনি এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

Advertisement

সংবাদ সংস্থা

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ১৫:২৩
Share:

বিমানের পাশেই পড়ছে বাজ। ছবি: টুইটার থেকে নেওয়া।

বজ্রপাতের অনেক ছবি ক্যামেরাবন্দি হয়েছে। কিন্তু যাত্রী বোঝাই একটি বিমানের এত কাছে বাজ পড়ার এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। দক্ষিণ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বিমানবন্দরে এমনই একটি ভিডিয়ো সামনে এল। যেখানে দেখা যাচ্ছে, রানওয়ে দিয়ে এগিয়ে যাওয়া এক বিমানের গা ঘেঁষেএকটি বাজ পড়ছে।

Advertisement

ক্রাইস্টচার্চ বিমানবন্দরে বুধবার এই ভিডিয়োটি ক্যামেরাবন্দি হয়েছে। দেখা যাচ্ছে, একটি ‘এমিরেটস এ৩৮০’বিমান রানওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। তারই পিছনের অংশের কাছে একটি বাজ পড়ে। তবে বিমানে আগুন লাগার কোনও খবর পাওয়া যায়নি।বিমানটি নামার পর যাত্রীদের নামানোর জন্য এগিয়ে যাচ্ছিল। সেই সময় বাজ পড়ে।

বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ক্যামেরাবন্দি হয়। যিনি সেটি ক্যামেরাবন্দি করেন, তিনি একজন পাইলট। তাঁর নাম ড্যানিয়েল ক্যুরি বলে জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম। বিমানবন্দরে টারম্যাকের জানালা দিয়ে তিনি এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

Advertisement

আরও পড়ুন: মনের দুঃখে জোরে বাইক চালাচ্ছিল কিশোর, ট্রাফিক পুলিশ ধরে কেক খাওয়ালেন

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, বুধবার ওই সময় ক্রাইস্টচার্চ এলাকায় ছ’ঘণ্টার মধ্যে প্রায় ১৫০০ বার বজ্রপাত হয়েছে। স্থানীয় বেশ কিছু বাড়ির ছাদে ছোট ছোট ফুটোও হয়ে গিয়েছে। বেশ কিছু বাড়ির কাচের জানালা ভেঙেছে বজ্রপাতের ফলে। তবে হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন: ইচ্ছে থাকলে বয়স কোনও বাধা নয়, ১০৫ বছরে প্রমাণ করলেন ভাগীরথী আম্মা

ড্যানিয়েলের তোলা ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেক সংস্থাই ভিডিয়োটি শুক্রবার তাদের টুইটার পেজে আপলোড করেছে।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement