Viral video

গোপনে এক মাস ধরে প্রপোজ, জানতেই পারলেন না গার্লফ্রেন্ড!

ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে বন্ধবীকেলি রিডের সঙ্গে থাকেন এডি ওকোরো। বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিনব পন্থা খুঁজে বের করেন এডি। গোপনে বিয়ের প্রস্তাব দেওয়ার বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৫
Share:

গোপনে বান্ধবীকে প্রপোজ করছেন এডি। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

এভাবেও যে বিয়ের প্রস্তাব দেওয়া যায়, তা বোধহয় আগে কেউ কখনও দেখেননি। প্রায় এক মাস ধরে বন্ধবীকে প্রপোজ করে চলেছেন, অথচ বান্ধবী কিছুই জানতেও পারেননি। ভাবছেন, এমন আবার হয় নাকি? দেখুন তাহলে এই ইংল্যান্ডবাসীর কীর্তি।

Advertisement

ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে বন্ধবীকেলি রিডের সঙ্গে থাকেন এডি ওকোরো। বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিনব পন্থা খুঁজে বের করেন এডি। গোপনে বিয়ের প্রস্তাব দেওয়ার বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি। সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি ওয়েডিং রিংয়ের সঙ্গে বান্ধবীর অজান্তে তাঁর ছবি তুলছেন। কখনও বান্ধবী অন্যদিকে ঘুরে রয়েছেন, তো কখনও বান্ধবী ঘুমিয়ে। একটি ছবিতে দেখা যাচ্ছে, ঘুমন্ত বান্ধবীর হাতে রাখা আংটি। কখনও আবার কেলির পিঠেই রাখা হয়েছে আংটির বাক্স অথচ বুঝতেই পারেননি তিনি। সেই অবস্থাতেও ছবি তুলেছেন এডি। প্রায় এক মাস ধরে চলছে এই সব। একের পর এক নানা কায়দায় ছবি তুলে রেখেছেন, কখনও আংটি আর কেলিকে নিয়ে সেলফি। অথচ কেলি কিছুই বুঝতে পারেননি।

অবশেষে ২৬ অগস্ট ছবিগুলি ফেসবুকে পোস্ট করেন এডি ওকোরো। সেখানে লেখেন, কী ভাবে শেষপর্যন্ত তিনি কেলিকে বিয়ের প্রস্তাব দেন। কী উত্তর পেলেন এডি? অভিনব প্রস্তাবে আপ্লুত হয়ে রাজি হয়ে যান তিনি।

Advertisement

আরও পড়ুন : চাঁদে হাঁটছেন মহাকাশচারী, পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল অটোরিকশা!

আরও পড়ুন : জাপানের গোটা একটা দ্বীপ জুড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব যুবকের

এডির দেওয়া আংটি পরে কেলি একটি ছবিও পোস্ট করেন ৩১ অগস্ট। এডির এই অভিনব প্রস্তাব পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ লাইক পড়েছে। সেই সঙ্গে ২৮ হাজার কমেন্ট ওপোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৬৫ হাজার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement