Viral video

বাড়িতে আগুন লেগেছে, জার্মান শেপার্ড পথ দেখিয়ে আনছে দমকল কর্মীদের

ভিডিয়োর পোস্টে লেখা হয়েছে জার্মান শেপার্ডটির নাম বাডি। তাদের বাড়িতে আগুন লাগার পর কী ভাবে উদ্ধারকারী দলকে পথ দেখিয়ে সেখানে নিয়ে এসেছে সেটাই উল্লেখ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৯:২৮
Share:

উদ্ধারকারীদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে জার্মান শেপার্ড। ছবি: টুইটার থেকে নেওয়া।

প্রতিদিন পোষ্যদের কত মজার মজার ভিডিয়ো সামনে আসে। তবে সম্প্রতি যে সিরিয়াস ভিডিয়ো সামনে এসেছে, তেমন খুব কমই ক্যামেরাবন্দি হয়েছে। বাড়িতে আগুন লেগেছে, আর একটি কুকুর দূর থেকে উদ্ধারকারী দলকে পথ দেখিয়ে নিয়ে আসছে রাতের অন্ধকারে।

Advertisement

রেক্স চম্পম্যান নামে একটি ভেরিফায়েড টুইটটি হ্যান্ডলে ১৬ ডিসেম্বর একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। রেক্স চ্যাম্পম্যানের প্রোফাইলে উল্লেখ করা হয়েছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কেনটাকি প্রদেশের লেক্সিনটনের বাসিন্দা। তবে ঘটনাটি লেক্সিনটনের কিনা সেটি উল্লেখ করা হয়নি টুইটার পোস্টে।

রেক্স চ্যাম্পম্যানের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে রাতের অন্ধকারে ছুটে চলেছে একটি গাড়ি। গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় সামনের দৃশ্য ধরা পড়েছে। কিছুদূর এগনোর পরেই রাস্তার ধারে একটি জার্মান শেপার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জার্মান শেপার্ড গাড়ির হেডলাইট দেখেই দ্রুত ছুটতে আরম্ভ করেছে। গাড়িটিও তাকে সমান দূরত্ব বজায় রেখে অনুসরণ করে চলেছে।

Advertisement

একাধিক বার বাঁক আসে রাস্তায়। প্রতিবারই জার্মান শেপার্ডটি যে দিকে বাঁকছে গাড়িটিও তাকে দেখে সেদিকেই ছুটে চলেছে।

কিছুদূর যাওয়ার পর, একটি বাঁকে কুকুরটিকে আর দেখা যায়নি ক্যামেরায়। কিন্তু গাড়ির আরোহীরা তাঁদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন কুকুরটিকে অনুসরণ করেই। ভিডিয়োর শেষের দিকে দেখা যায়, সামনেই একটি বাড়িতে আগুন জ্বলছে।

কুকুরটি সম্ভবত ওই বাড়িরই সদস্য। ভিডিয়োর পোস্টে লেখা হয়েছে জার্মান শেপার্ডটির নাম বাডি। তাদের বাড়িতে আগুন লাগার পর কী ভাবে উদ্ধারকারী দলকে পথ দেখিয়ে সেখানে নিয়ে এসেছে সেটাই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আগুন ছাড়াই গাড়ির ভিতরেই রান্না হয়ে যাচ্ছে মাংস, দেখুন ভিডিয়ো

৩৯ সেকেন্ডের ভিডিয়োটি এখনও পর্যন্ত ৫২ লাখের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে বাডির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে বাডির জন্যে ভালবাসা উপচে পড়ছে।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement