Viral video

এই স্কুলে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের ব্যাঙ, জেনে নিন কারণ

স্কুল প্রিন্সিপাল জেসিকা সুল্টজ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা একটা বড় পদক্ষেপ। এর ফলে পড়ুয়াদের এখন আর ব্যাঙ কাটার সময় ইতস্তত করতে হবে না। তাদের মনে জীবন্ত প্রাণী হত্যা বা রক্ত দেখার মতো বিষয়গুলি নিয়ে দোলাচল চলত। সেটা এখন আর হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

টালাহাসি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৮:৫০
Share:

সিন্থেটিকের ব্যাঙ। ছবি: টুইটার থেকে নেওয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার একটি স্কুলে ব্যবচ্ছেদের জন্য আসল ব্যাঙ নয়, ব্যবহার হচ্ছে সিন্থেটিকের তৈরি ব্যাঙ। বিশ্বে এটিই প্রথম উদাহরণ যেখানে পড়ুয়াদের শেখার জন্য এমন পদ্ধতির অবলম্বন করা হয়েছে। এর ফলে কিছু ব্যাঙ, যারা পরীক্ষাগারে প্রাণ দিত, বেঁচে যাবে।

Advertisement

ফ্লোরিডায় নিউ পোর্ট রিচি শহরে জেডব্লিউ মিশেল হাই স্কুলে এবার থেকে এই সিন্থেটিকের ব্যাঙ ব্যবহার করা হবে পড়ুয়াদের পঠনপাঠনের জন্য। এখন আর কোনও জীবিত ব্যাঙের পেট কাটতে হবে না। তার বদলে পড়ুয়ার এই সিন্থেটিকের ব্যাঙ কেটে তাদের পরীক্ষাগারের পাঠ নিতে পারবে।

স্কুল প্রিন্সিপাল জেসিকা সুল্টজ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা একটা বড় পদক্ষেপ। এর ফলে পড়ুয়াদের এখন আর ব্যাঙ কাটার সময় ইতস্তত করতে হবে না। তাদের মনে জীবন্ত প্রাণী হত্যা বা রক্ত দেখার মতো বিষয়গুলি নিয়ে দোলাচল চলত। সেটা এখন আর হবে না।

Advertisement

আরও পড়ুন: রিভার্সে প্রায় এক ঘণ্টা গাড়ি চালাল কুকুর! ভিডিয়ো পোস্ট করল পুলিশ বিভাগ

আরও পড়ুন: টাকা পেতে কাকার দেহ নিয়ে হাজির বিমা অফিসে, দেখুন তারপর কী হল...

এই সিন্থেটিকের ব্যাঙের নাম দেওয়া হয়েছে সিনফ্রগ। এটি তৈরি করেছে টাম্পায় অবস্থিত সিনডেভর নামে একটি কম্পানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement