Viral video

দেখুন এভাবে আসে না তো আপনার হোম ডেলিভারির প্যাকেট!

তুলে রাখছেন না বলে বলা ভাল, ছুড়ে ছুড়ে রাখছেন। প্যাকেটগুলি ধরছেন আর বাস্কেট বলের মতো ছুড়ে দিচ্ছেন ভিতরে। একদম হাল্কা ছোট প্যাকেটগুলি জোরে ছুড়ছেন আর বড় প্যাকেটগুলি একই রকম অবহেলায় ঠেলে দিচ্ছেন ট্রাকের ভিতরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১২:৫৮
Share:

ক্যামেরাবন্দি ফেডএক্স কর্মী। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

কর্মক্ষেত্রে সবারই ভাল দিন খারাপ দিন যায়, কখনও হতাশাও প্রকাশ পেয়ে যায় ডিউটি আওয়ার্সে। তা বলে এভাবে ক্রেতাদের জিনসপত্রের উপর সেই ক্ষোভ-হতাশা মিটিয়ে নেওয়ার ভিডিয়ো কমই ক্যামেরাবন্দি হয়েছে। আমেরিকার বহুজাতিক ডেলিভারি সার্ভিস কম্পানি ফেডএক্সের এক কর্মীকে ট্রাকের ভিতর প্যাকেট ছুড়ে ছুড়ে রাখতে দেখা গেল।

Advertisement

এসডব্লুএনএস নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি আপলোড হয়েছে। দূর থেকে কেউ একজন ক্যামেরাবন্দি করেন ওই ফেডএক্স কর্মীকে। সেখানে দেখা যাচ্ছে, ট্রলি থেকে ছোট, বড় প্যাকেট নিয়ে ট্রাকে তুলে রাখছেন এক ব্যক্তি।

তুলে রাখছেন না বলে বলা ভাল, ছুড়ে ছুড়ে রাখছেন। প্যাকেটগুলি ধরছেন আর বাস্কেট বলের মতো ছুড়ে দিচ্ছেন ভিতরে। একদম হাল্কা ছোট প্যাকেটগুলি জোরে ছুড়ছেন আর বড় প্যাকেটগুলি একই রকম অবহেলায় ঠেলে দিচ্ছেন ট্রাকের ভিতরে।

Advertisement

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ‘কপি’ করে হাসির খোরাক উর্বশী রাউটেলা!​

ভিডিয়োটি সামনে আসাতেই অস্বস্তিতে পড়েছে ফেডএক্স। কোম্পানির এক মুখপাত্র ডেভিড ওয়েস্ট্রিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা কখনই মেনে নেওয়া যায় না’। তাঁর দাবি, ‘ফেডএক্স সব সময় উপভোক্তাদের সেরা পরিষেবা দিতে বদ্ধ পরিকর। সেখানে কোনও কর্মীর এমন আরচরণ কোম্পানি মেনে নেবে না’।

আরও পড়ুন: একরত্তি মেয়েকে দিয়ে চুরি করাচ্ছেন বাবা-মা, নজরদারি ক্যামেরার ভিডিয়ো ভাইরাল

দেখুন সেই ভিডিয়ো:

ভিডিয়োতে ওই কর্মীকে যে ভাবে প্যাকেটগুলি ছুড়ে ছুড়ে রাখতে দেখা যাচ্ছে, তাতে ভিতরের জিনিসগুলি ক্ষতিগ্রস্ত হতেও পারে। যদিও সেগুলি কী অবস্থায় আছে তা জানা যায়নি।

এই ঘটনা প্রথমবার ক্যামেরাবন্দি হয়নি। এর আগেও দুই ফেডএক্স কর্মীকে দামি জিনিস দরজার সামনে ছুঁড়ে দিতে দেখা গেল। সেবারও ভিডিয়োটি ইউটিউবে আপলোড হয়ে গিয়েছিল। ভিডিয়োটি দরজার সামনে লাগানো নজরদাবি ক্যামেরায় তা ধরা পড়ে।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement