Viral video

বাঘকেও ঘোল খাইয়ে দিল এই পানকৌড়ি! দেখুন কী ভাবে

হাঁস-বাঘের এই লুকোচুরির ১২ সেকেন্ডের ভিডিয়োটি দু’ঘণ্টায় প্রায় ১২ হাজার বার দেখেছেন ইউজাররা। ভিডিয়োটি লাইক পেয়েছে প্রায় দেড় হাজার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১২:৩৭
Share:

পানকৌড়ি-বাঘের লুকোচুরি। ছবি: টুইটার থেকে নেওয়া।

এটা প্রতি দিনের লড়াই। ভুল করলে মৃত্যু অনিবার্য। কিন্তু বুদ্ধি থাকলে যে মাত্র কয়েক হাত দূরে ওত পেতে থাকা বাঘকেও ঘোল খাইয়ে দেওয়া যায়, তা দেখিয়ে দিল একটি পানকৌড়ি। এমনই একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নেচার ইজ লিট নামে একটি টুইটার হ্যান্ডলে ‘চালাক চতুর’ এক পানকৌড়ি আর ‘বোকা’ বাঘের ভিডিয়োটি পোস্ট হয়েছে।কয়েক সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক জলাশয়ে একটি কালো পানকৌড়ি সাঁতরে বেড়াচ্ছে। আর একটু দূরেই উপস্থিত একটি বাঘ।তবে সে পূর্ণবয়স্ক নয়। সম্ভবত এখনও শিকারের ট্রেনিং পর্ব চলছে। সেই বাঘটিকেই দেখা যায়, পানকৌড়িটিকে ধরার মতলবে একটু একটু করে এগোচ্ছে।

বাঘ এগিয়ে আসছে দেখেই, পানকৌড়িটি ঠিক করে নেয় তার পালানোর পথ কী হবে। সেই মতো, বাঘটি বিপজ্জনক দূরত্বে চলে আসার পরই পানকৌড়িটি হঠাত্ ঘোলা জলে ডুব মেরে দেয়। বাঘটি বুঝতে পারে না, হঠাত্ পানকৌড়িটি গেল কোথায়। এদিক ওদিকে দেখেও তাকে আর খুঁজে পায় না। পানকৌড়িটি ডুব দিয়ে ঘুরে একটু দূরে বাঘের পিছন দিকে ভেসে ওঠে।

Advertisement

আরও পড়ুন: এত বড় মশা! ভিনগ্রহী নয় তো, প্রশ্ন নেটিজেনদের

১২ সেকেন্ডের ভিডিয়োতে শেষ পর্যন্ত দেখা যায়নি পানকৌড়ি-বাঘের এই লুকোচুরিতে কী হল। তবে ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োটি দু’ঘণ্টায় প্রায় ১২ হাজার বার দেখেছেন ইউজাররা। ভিডিয়োটি লাইক পেয়েছে প্রায় দেড় হাজার। ভিডিয়োটি কোথায় ক্যামেরাবন্দি হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন: পাহাড়ের খাঁজে গাছ ধরে ঝুলছেন মহিলা, উদ্ধারের আগেই ছেড়ে গেল হাত! তার পর...

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement