Python

আস্ত পাইথনকে গিলে খেল ১২ ফুটের কোবরা! দেখুন ভিডিয়ো

এই দুই সাপ যখন নিজেদের মুখোমুখি হয়, তখন কেমন হয় তাদের লড়াই?

Advertisement

সংবাদ সংস্থা

ম্যানিলা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৬:১৫
Share:

কোবরা গিলে খেয়েছে পাইথনকে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

পৃথিবীর ভয়ঙ্কর সাপগুলির মধ্যে অন্যতম পাইথন ও কোবরা। প্রথম জন নিজের শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে ধরে শত্রুকে। তার পর আস্ত গিলে খেয়ে নেয়। আর কোবরার বিষাক্ত ছোবলই কারও প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই দুই সাপ যখন নিজেদের মুখোমুখি হয়, তখন কেমন হয় তাদের লড়াই?

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, ১২ ফুটের একটি কোবরা গিলে খেয়েছে আস্ত পাইথনকে। শুধু পাইথনের লেজের অংশ বেরিয়ে রয়েছে কোবরার মুখের বাইরে। এই উলটপুরাণই অবাক করেছে নেটিজেনদের।

ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের মিনদানাও দ্বীপে। পাইথনকে গিলে খাওয়ার এই ঘটনা দেখে রীতিমতো বিস্মিত সেখানকার গ্রামের মানুষজন। সেখানকার এক গ্রামবাসী বলেছেন, ‘‘আমাদের এই এলাকায় প্রচুর সাপ রয়েছে। কোবরার কামড়ে আমাদের প্রচুর মানুষের প্রাণ যায়। কিন্তু আমরা এই প্রথম দেখলাম কোবরা গিলে খেল পাইথনকে।’’

Advertisement

তবে বিষধর কোবরাকে দেখে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসীরা। তখন তার পেট থেকে পাওয়া যায় আস্ত পাইথনকে। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: চুম্বন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় মহিলাকর্মীকে প্রকাশ্যে চড় বসের!

আরও পড়ুন: মুখে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ, তবুও কাজে অবিচল এই সাংবাদিক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement