ভেনিসের লেকে ঘুরছে রাজহাঁস। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাসের হানায় স্তব্ধ হয়েছে ইটালি। করোনার হানায় সেখানে মৃত্যুর হার ছাপিয়ে গিয়েছে চিনকেও। করোনা-আতঙ্কে পথে নেই লোক। যানবাহন না চলায় রাস্তাঘাটও ফাঁকা। এই পরিস্থিতিতে শাপে বর হয়েছে পরিবেশের। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে ভেনিসের লেকের জল ফের স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে। সেই লেকে ফের দেখা মিলছে রাজহাঁস থেকে ডলফিনের।
লকডাউনের সময় ভেনিসের লেকের ছবি পোস্ট করেছেন নেটাগরিকরা। সেই সব ছবিতেই ফুটে উঠছে ভেনিস লেকের পরিচ্ছন্নতার দৃশ্য।
রাস্তাঘাটে যানবাহন কমে যাওয়ায় দূষণও কমেছে উল্লেখযোগ্য হারে। আবহাওয়ার এই আকস্মিক উন্নতি প্রাণ ফিরিয়েছে ওখানে। যে ভেনিস ক্যানালে নৌকা আর পর্যটকদের ভিড় লেগে থাকত, সেখানেই ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস। মহানন্দে খেলছে তারা। দেখা মিলছে ডলফিন ও অন্যান্য মাছেরও। বিষয়টি নিয়ে ভেনিসের মেয়র অফিসের এক আধিকারিক আন্তর্জাতিক সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘লেকের মধ্যে যানবাহন ও পর্যটকদের ভিড় কমায় জল এখন স্ফটিকের মতো স্বচ্ছ।’’ বাতাসেও দূষণের পরিমাণ কমেছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
আরও পড়ুন: খাবার খুঁজতে বেরিয়ে মদ খেয়ে ঘুমিয়ে পড়ল ১৪ হাতি!
দেখুন ভেনিস লেক সংক্রান্ত পোস্টগুলি—
আরও পড়ুন: করোনা লকডাউনে স্পেনের রাস্তায় দেখা গেল ‘ডাইনোসর’!