ছবিতে লুকিয়ে রয়ছে একটি চিতাবাঘ। ছবি : টুইটার থেকে নেওয়া।
খুব সহজ কাজ। ছবির মধ্যেই রয়েছে একটি চিতাবাঘ, লুকিয়ে নেই প্রকাশ্যেই শুয়ে রয়েছে। সেটাকেই খুঁজে বের করতে হবে। আপনার দৃষ্টিশক্তি আর পর্যবেক্ষণ ক্ষমতা যদি ভাল হয়, তবে আপনিও খুঁজে পেয়ে যাবেন। চেষ্টা করে দেখুন।
বেলা ল্যাক নামে একটি টুইটার হ্যান্ডলে ছবিটি পোস্ট হয়েছে ২৭ সেপ্টেম্বর। তারপরই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। আসলে কেউ নিজে চেষ্টা করছেন। সফল হলে তাঁদের মধ্যে কেউ কেউ আবার ছবিটিতে চিতাবাঘটিকে চিহ্নিত করে রিট্যুইট করেছেন। কেউ আবার নিজে খুঁজে না পেয়ে, অন্যকে ফরওয়ার্ড করছেন, চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।
আসলে চিতাবাঘটিকে খুঁজে পাওয়া সহজ নয় বলেই নেটিজেনরা এই চ্যালেঞ্জে নিচ্ছেন। চিতাবাঘটি মাটির রঙের সঙ্গে মিশে গিয়েছে, তার উপর সরাসরি সূর্যের আলোয় না পড়ায় সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাচ্ছে চিতাবাঘটির অবস্থান।
লাল গোল চিহ্নটির মধ্যে ভাল করে দেখলে দেখতে পাবেন চিতাবাঘটিকে
এখনও পর্যন্তটুইটটি সাত লক্ষের বেশি লাইক পেয়েছে। সেই সঙ্গে পোস্টটি প্রায় আড়াই হাজার বার রিটুইট করেছেন নেটিজেনরা।