Monolith

এ বার রহস্যময় মনোলিথের দেখা মিলল ইউরোপের পাহাড়ে

প্রশ্ন উঠছিল, এটি কী এবং কেন এখানে রাখা হয়েছে, কারা এটিকে সেখানে রেখেছে নাকি ভিনগ্রহের কেউ রেখে গিয়েছে– এমন হাজারো প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি একটারও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ১৬:০০
Share:

রোমানিয়ার পাহাড়ে মনোলিথ। সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ছবি।

প্রিজম আকৃতির চকচকে ধাতব একটি স্তম্ভ। এই মুহূর্তে তার পরিচিতি একটি 'মনোলিথ' হিসেবে। কিছুদিন আগে আমেরিকার উটাহ্ মরুভূমিতে আকস্মিক ভাবেই সেটিকে দেখা যায়। তার পর গত শুক্রবার হঠাৎই গায়েব হয়ে যায় রহস্যময় মনোলিথটি। এবার তেমনই একটি মনোলিথের দেখা মিলল ইউরোপের এক পাহাড়ে। তবে আমেরিকার মরুভূমি থেকে গায়েব হওয়া আগেই নাকি ইউরোপের পাহাড়ে দেখা গিয়েছিল সেটি। ফলে সব মিলিয়ে বিশ্ব জুড়ে বেড়েই চলেছে মনোলিথ রহস্য।

Advertisement

গত ১৮ নভেম্বর রহস্যময় এই বস্তুটিকে দেখা যায় আমেরিকার মরুভূমিতে। প্রায় ১০ থেকে ১২ ফুট উচ্চতার এই বস্তুটি ঠিক কী, তা নিয়ে তখন থেকেই জল্পনা শুরু হয়। প্রশ্ন উঠছিল, এটি কী এবং কেন এখানে রাখা হয়েছে, কারা এটিকে সেখানে রেখেছে নাকি ভিনগ্রহের কেউ রেখে গিয়েছে– এমন হাজারো প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি একটারও।

এবার তেমনই একটি মনোলিথ রোমানিয়ার বাটকা ডোয়ামনেই পাহাড়ে দেখা গেল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৬ নভেম্বর থেকে সেটিকে দেখা যাচ্ছে সেখানে। আর উটাহ্‌র মরুভূমি থেকে সেখানকার মনোলিথটি উধাও হয়ে যায় তার পরের দিন ২৭ নভেম্বর শুক্রবার রাত্রে। ফলে এই দুই তথ্য যদি সত্যি হয় তবে মনোলিথ দু’টি একই রকম দেখতে হলেও তারা আলাদা।

Advertisement

রোমানিয়ার যে পাহাড়ে সেটা দেখা যাচ্ছে, তাকে স্থানীয়রা 'পবিত্র পাহাড়' হিসেবে মানেন। এই পাহাড়ের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। সামনের একটি দুর্গের থেকে মাত্র কয়েক মিটার দূরে মনোলিথটি মাটিতে খাড়া দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় মানুষ বা প্রশাসন কেউই বলতে পারছেন না মনোলিথটি কোথা থেকে এল বা কারা বসিয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে আমেরিকা এবং ইউরোপে দেখা মেলা এই আশ্চর্য ধাতব চকচকে বস্তুটিকে ঘিরে রহস্য ক্রমেই বাড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement