বালিশ দিয়ে শরীর ঢাকার চ্যালেঞ্জ। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ঘরবন্দি থাকতে হচ্ছে বিশ্বের অধিকাংশ দেশের মানুষকে। ঘরে বসে সময় কাটানোর অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। প্রায় প্রতি দিনই সেখানকার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে মজার মজার সব চ্যালেঞ্জ। সে রকমই কোয়রান্টিন পিলো চ্যালেঞ্জ এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
নেটাগরিকরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তা করে দেখিয়ে সেই ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে দিচ্ছেন কোয়রান্টিনপিলোচ্যালেঞ্জ হ্যাশট্যাগ।
সেই চ্যালেঞ্জের অংশ হিসাবে নেটাগরিকরা পরছেন না কোনও পোশাক। শরীর ঢাকছেন কেবল মাত্র একটি বালিশ দিয়ে! সেই বালিশকে তাঁরা গায়ের সঙ্গে জড়িয়ে রাখছেন বেল্ট বা রিবন দিয়ে। তার পর সেই অবস্থার ছবি পোস্ট করছেন। যদিও পোশাক না থাকলেও ঘড়ি, জুতো, সানগ্লাস, ব্যাগের মতো অ্যাক্সেসরিজ নিয়ে লুকের বৈচিত্র আনছেন অনেকে। দেখুন সেই চ্যালেঞ্জের কিছু ছবি—
A post shared by МАКИЯЖ ПРИЧЕСКИ СЕВАСТОПОЛЬ (@milovanova_julia) on
A post shared by Сотрудничество в Direct💌 (@l_e_r_a_l_e_r_a) on
আরও পড়ুন: আমেরিকায় মৃত ১১ জন ভারতীয়
আরও পড়ুন: এই সারমেয়র ভলিবল স্কিল দেখলে চমকে যাবেন আপনি
A post shared by don't rush challenge (@quarantine_pillowchallenge) on
A post shared by don't rush challenge (@quarantine_pillowchallenge) on
Stuck in between not wanting to get out of bed & wanting to look cute ☁️ #quarantinepillowchallenge
A post shared by The Fashion Muse (@thefashionmuse_) on
Нарядились, сели работать, включили Жванецкого, смеёмся, улыбаемся. #quarantinepillowchallenge
A post shared by Стилист | Дарья Клок (@fashionoklok) on