Chrismas

Viral: এই ছবিতে একটি বাস্কেটবল রয়েছে, খুঁজে বার করার চ্যালেঞ্জ নেবেন না কি

ছবি থেকে কিছু একটা খুঁজে বার করার খেলা নেটমাধ্যমে এখন পুরনো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ০৯:৫৮
Share:

ছবি থেকে কিছু একটা খুঁজে বার করার খেলা নেটমাধ্যমে এখন পুরনো।

ছবি থেকে কিছু একটা খুঁজে বার করার খেলা নেটমাধ্যমে এখন পুরনো। কখনও গাছের পাশে লুকিয়ে থাকা বাঘ, কখনও কাদার মধ্যে থেকে ব্যাঙ খোঁজার খেলা নিয়ে মাতামাতি হয়েছে সম্প্রতি। সামনে বড়দিন। তাই, ওই উৎসব নিয়েই আপনার জন্য একটি চ্যালেঞ্জ রইল এখানে।

Advertisement

বেশি কিছু না। উপরের ছবি থেকে একটি বাস্কেটবল খুঁজে বার করতে হবে আপনাকে। নিয়ে দেখবেন না কি এই চ্যালেঞ্জ। এই সুযোগে আপনার দৃষ্টিশক্তিরও পরীক্ষা হয়ে যাবে।

বড়দিনে পরিবার-পরিজন, বন্ধুবান্ধবদের উপহার দেওয়ার চল বহু দিনের। উপরের ছবিতেও এই রকম অনেক উপহার রয়েছে। তার মধ্যে রয়েছে ছোট্ট একটি বাস্কেট বলও। কিন্তু এত সব রঙিন উপহারের মাঝে এক ঝলক দেখলে অনেকের পক্ষেই বলা সম্ভব হবে না যে বাস্কেট বলটি কোথায় আছে।

Advertisement

সামনে বড়দিন। তাই, ওই উৎসব নিয়েই আপনার জন্য একটি চ্যালেঞ্জ রইল এখানে।

আপনাকে একটা সাহায্য করা যেতে পারে। বলটি কমলা রঙের। এ বার আরও মন দিয়ে ছবিটি দেখুন। পর্যবেক্ষণ করুন। উপর থেকে নীচে। খুঁজে পেলেন?

খুঁজে পেলেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement