প্রতীকী চিত্র।
প্রিয় পোষ্যই মৃত্যু ডেকে আনল মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের এক মহিলার। ওই মহিলার গলায় পেঁচিয়ে যায় একটি আট ফুটের পাইথন। তাতেই মৃত্যু হয় তাঁর। এমনটাই জনা যাচ্ছে স্থানীয় পুলিশ সূত্রে। ওই মহিলা অনেকগুলি সাপ পুষতেন। তাদের মধ্যেই একটি পাইথনের কারণে তাঁর মৃত্যু হয় বলে অনুমান।
লরা হার্স্ট (৩৬) নামের এই মহিলা প্রায় ২০টি সাপ পুষতেন। তাঁর সাপের সঙ্গে আরও প্রায় ১২০টি সাপ রাখা হত একটি বাড়িতে। ওই বাড়িটি স্থানীয় শেরিফ ডন মুনসনের। সেখানেই ওই ১৪০টি সাপ রাখার ব্যবস্থা ছিল। যাঁদের সাপ তাঁরা নিয়মিত সেখানে গিয়ে সেগুলিকে দেখে আসতেন।
ডন মুনসন ওই সাপ রাখার বাড়িটির পাশেই একটি বাড়িতে থাকতেন। তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যাতেও তিনি লরাকে সাপের বাড়িটিতে দেখেছেন। কিন্তু পরে জানতে পারেন সেখানে লরার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কঠিন সমস্যার এমন সহজ সমাধান ভারতীয়রাই পারেন!
স্থানীয় পুলিশ জানিয়েছেন, তদন্ত চলছে। কী ভাবে লরার মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে, একটি আট ফুটের পাইথন তাঁর গলায় পেঁচিয়ে যায়। তিনি চেষ্টা করেন সেই নাগপাশ থেকে মুক্তি পাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তাঁর শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। তবে ঠিক কী ঘটেছিল তা ময়নাতদন্ত ও অন্যান্য রিপোর্ট এলেই নিশ্চিত করে বলা সম্ভব।
আরও পড়ুন: জল থেকে ১১ ফুটের পাইথন তুললেন জীববিজ্ঞানীরা! ভাইরাল ভিডিয়ো