Viral

একটি ফেস-শিল্ডের দাম প্রায় ৭০ হাজার টাকা, দেখুন কারা বানাল এটি

ফরাসি কোম্পানি লুই উইটোঁ এমনই এক ফেস-শিল্ড বাজারে এনেছে, যার দাম ‘মাত্র’ ৭০ হাজার টাকা। ঠিকই দেখছেন, এটি একটি ফেস-শিল্ডের দাম।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৮
Share:

ফেস-শিল্ডের দাম প্রায় ৭০ হাজার টাকা। ছবি: টুইটার থেকে নেওয়া।

করোনা থেকে বাঁচতে মাস্কের পরেই এখন সব থেকে বেশি বিক্রি হচ্ছে সম্ভবত ফেস-শিল্ড। কারণ প্রয়োজনে বাইরে বেরিয়ে অনেক মানুষই শুধু আর মাস্কের উপর ভরসা না করে ফেস-শিল্ডও ব্যবহার করছেন। আর তাই বিভিন্ন কোম্পানি কার্যকরী ও আকর্ষণীয় ফেস-শিল্ড তৈরি করছে। অনলাইন, অফলাইনে প্রতিদিন বিক্রি বাড়ছে নানান রকম ফেস-শিল্ডের।

Advertisement

নানা রকম ফেস-শিল্ডের মধ্যে থেকে আপনি নিজের জন্য বেছে নিতে পারেন। আপনি যদি একটু বেশি স্টাইলিস ফেস-শিল্ড চান, তার যোগানও আছে। তবে এর জন্য একটু বেশি খরচ করতে হবে। ফরাসি কোম্পানি লুই উইটোঁ এমনই এক ফেস-শিল্ড বাজারে এনেছে, যার দাম ‘মাত্র’ ৭০ হাজার টাকা। ঠিকই দেখছেন, এটি একটি ফেস-শিল্ডের দাম।

লুই উইটোঁ সাধারণত বিলাসবহুল প্রসাধনী সমাগ্রী তৈরি করে। তবে করোনার সময় তাদের পারফিউম তৈরির তিনটি কারখানায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছে। যা হাসপাতালের হ্যান্ড স্যানিটাইজারের ঘাটতি মেটাতে অনেকটা সাহায্য করছে। তারাই এবার এই ৯৬০ মার্কিন ডলার দামের ফেস শিল্ড নিয়ে এসেছে বাজারে ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৭০ হাজার ৫০০ টাকা। স্টাইলিশ হওয়ার পাশাপাশি এই ফেস-শিল্ড সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও চোখকে রক্ষা করবে। এটি পরে বাইরে বেরলেই স্বচ্ছ আস্তরণটি গাঢ় রংয়ের হয়ে যাবে।

Advertisement

আরও পড়ুন: মজার মুডে থাকা এই সুপারস্টারদের দেখুন তো চিনতে পারেন কি না!

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে বহুমুখী লড়াই, দরিদ্র শিশুদের পাশে শিক্ষকের ভূমিকায় সাব-ইনস্পেক্টর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement