Viral Video

সান্তা সেজে স্কুলের বাচ্চাদের বড়দিনের উপহার দিল হাতির দল!

এই হাতি সান্তার থেকে উপহার পেয়ে বেজায় খুশি স্কুলের বাচ্চারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১২:২২
Share:

হাতি সান্তার থেকে উপহার নিচ্ছে বাচ্চারা। ছবি- এএফপি।

বড়দিনের মরসুমে দুনিয়া জুড়ে উপহার দিয়ে বেড়াচ্ছে সান্তা। ব্যাঙ্ককের আয়ুতহায়ায় অবস্থিত জিরসারত্বিথায়া স্কুলের বাচ্চাদের হাতে সম্প্রতি উপহার দিয়েছে সান্তা। তবে এই সান্তা মানুষ নন। পেল্লাই আকারের হাতি। এই হাতি সান্তার থেকে উপহার পেয়ে বেজায় খুশি স্কুলের বাচ্চারা।

Advertisement

বিদেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ১৫ বছর ধরেই ব্যাঙ্ককের এই স্কুলে চলছে এই প্রথা। প্রতি বছরই সান্তার সাজে সাজিয়ে তোলানো হয় হাতিদের। সান্তা সেজে হাতিরা উপহার তুলে দেয় খুদেদের হাতে। এ বছরও তাই হয়েছে।

এ বছরও চারটি হাতি সান্তা সেজে এসেছিল সেই স্কুলে। আয়ুতহায়া এলিফ্যান্ট প্যালেস থেকে নিয়ে আসা হয় সেই হাতিদের। সেখানে গিয়ে হাতিগুলি বাচ্চাদের উপহার দেওয়া ছাড়াও নেচেছে সেই হাতিরা। হাতিদের সেই নাচ দেখেই হেসে লুটোপুটি খেয়েছে বাচ্চারা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ‘বাংলাদেশে হিন্দুদের বিপদ বাড়াচ্ছে সিএএ’

আরও পড়ুন: সিএএ নিয়ে ব্যাখ্যা ইরানকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement