Love Express

সিঙ্গলদের সঙ্গী খুঁজে দিতে ট্রেনে করে ঘুরতে পাঠালো চিন!

উদ্দেশ্য একটাই, এই সফরের মাধ্যমে সিঙ্গলরা যাতে তাঁদের সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পান।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ১১:২০
Share:

সঙ্গী পেতে সিঙ্গলদের ট্রেনযাত্রা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

আপনার কী সিঙ্গল? অনেক খুঁজেও প্রেমিক বা প্রেমিকা জোগাড় করে উঠতে পারেননি? আপনার উত্তর যদি হ্যাঁ নয়, তা হলে জেনে নিন, আপনি একা নন। আপনার মতো ‘সমস্যা’ চিনের প্রায় ২০ কোটি মানুষ। সিঙ্গলদের সঙ্গী জোগাড় করে দিতে অভিনব পদক্ষেপ নিল চিনের চেংদু রেলওয়ে সংস্থা। লাভ এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেনে এক হাজার সিঙ্গল যুবক-যুবতীকে ঘুরতে পাঠাল তারা। উদ্দেশ্য একটাই, এই সফরের মাধ্যমে সিঙ্গলরা যাতে তাঁদের সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পান।

Advertisement

সেখানকার এক স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, এক হাজার সিঙ্গলকে নিয়ে দু’দিন ও এক রাতের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। ট্রেনের মধ্যেই বিভিন্ন রকমের খাবারের পাশাপাশি আয়োজন ছিল নানা রকম খেলারও। এ সব কিছুর উদ্দেশ্য একটাই, সিঙ্গলরা যাতে একে অপরের পছন্দ ভাল ভাবে জানতে পারেন, আরও ভাল করে বুঝতে পারেন। ট্রেনের গন্তব্য চিনের বহু পুরনো শহর ঝাউ সুই। সেখানে ব্যবস্থা ছিল ট্রাডিশনাল পারফরম্যান্সেরও। এক সঙ্গে হাজার জন বসে দেখেন সেই পারফরম্যান্স।

তবে সঙ্গী পেতে এই আয়োজন এ বছরই প্রথম নয়। গত তিন বছর ধরেই এই ট্রেন চালানো হচ্ছে। রেলের দাবি, এই ট্রেনে যাত্রা করে অন্তত দশ জন খুঁজে পেয়েছেন তাঁদের পছন্দের সঙ্গীকে।

Advertisement

আরও পড়ুন: আকাশ থেকে লেকে নেমে জল তুলে উড়ে গেল এই বিমান! দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: বিনা অপরাধে ৩৫ বছর জেল খাটায় ২২ কোটি টাকা ক্ষতিপূরণ!

লাভ এক্সপ্রেসে চড়েই একে অপরকে খুঁজে পেয়েছেন এই দুই সিঙ্গল। ছবি টুইটার থেকে সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement