খ্রিস্টমাস ট্রি। ছবি টুইটার থেকে সংগৃহীত।
সামনেই বড়দিন। সেই উপলক্ষে অনেকেই সাজিয়ে তুলছেন নিজের বাড়ি। কেউ বারান্দায় খ্রিস্টমাস ট্রি লাগাচ্ছেন, তো কেউ নানা রঙের আলো। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের লিনে চ্যাপম্যান ও তাঁর স্ত্রী বড়দিন উপলক্ষে নিজেদের বাড়ির বারান্দা সাজিয়েছিলেন খ্রিস্টমাস ট্রি দিয়ে। কিন্তু অফিস থেকে ফিরে চ্যাপম্যানের স্ত্রী খ্রিস্টমাস ট্রি-র কাছে যেতেই আঁতকে উঠলেন তিনি।
চ্যাপম্যান আদতে ইংল্যান্ডের বাসিন্দা। কাজের সূত্রে তিনি থাকছেন অস্ট্রেলিয়ায়। অফিস থেকে ফিরে বারান্দায় বিশ্রাম নেন চ্যাপম্যানের স্ত্রী। সেখানে থাকা খ্রিস্টমাস ট্রি-তে এসে বসে বিভিন্ন পাখি। অফিসের পর সে শোভা উপভোগ করেন তিনি। সম্প্রতি তিনি অফিস থেকে ফিরে লক্ষ্য করেন, গাছে পাখি আসছে না। একটু ভাল করে দেখতেই আঁতকে উঠলেন তিনি। দেখলেন সাজানো ওই গাছে পেঁচিয়ে রয়েছে একটি বিশাল পাইথন।
খবর পেয়ে উদ্ধারকারী দলের কর্মীরা এসে প্রায় ১০ ফুট লম্বা পাইথনটিকে উদ্ধার করেন।
দেখুন কী ভাবে খ্রিস্টমাস ট্রিতে জড়িয়ে ছিল পাইথনটি—
আরও পড়ুন: ব্যান্ডেজের জুতো পরে দৌড়েই তিনটি সোনার মেডেল ১১ বছরের মেয়ের!
আরও পড়ুন: অদ্ভুত দেখতে ‘মাছে’ ভরে গেল ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত