Viral

‘স্টে হোম’, এ বার বিমান চালিয়ে আকাশে লিখে দিলেন পাইলট

সোমবার অস্ট্রেলিয়ার উইনার নিউস্টাড বিমানবন্দর থেকে বিমান নিয়ে ওড়েন এক পাইলট। ২৪ মিনিটে তিনি যে পথে এগিয়েছেন, তার ফলে ফুটে উঠেছে এই বার্তা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১২:৩৭
Share:

'ঘরে থাকুন'। ছবি: টুইটার থেকে নেওয়া।

করোনরা হাত থেকে বাঁচতে নিজেকে ও আশপাশের সবাইকে কী ভাবে ভাল রাখবেন সেই বার্তা এ বার ফুটিয়ে তুললেন এক বিমান চালক। বিমান চালিয়ে তিনি বার্তা দিলেন গোটা বিশ্বকে।

Advertisement

বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে চলছে লকডাউন। পরামর্শ দেওয়া হচ্ছে, ঘরের বাইরে না বেরতে। সেই বার্তাই এ বার ফুটে উঠল অস্ট্রেলিয়ার ম্যাপের উপর। রিয়েল টাইম এয়ার ট্র্যাফিকার ‘ফ্লাইট রাডার’ একটি ছবি টুইট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ম্যাপের উপর হলুদ-সবুজ রেখায় ফুটে উঠেছে, ‘স্টে হোম’।

সোমবার অস্ট্রেলিয়ার উইনার নিউস্টাড বিমানবন্দর থেকে বিমান নিয়ে ওড়েন এক পাইলট। ২৪ মিনিটে তিনি যে পথে এগিয়েছেন, তার ফলে ফুটে উঠেছে এই বার্তা।

Advertisement

আরও পড়ুন: করোনায় নিয়ম ভেঙে মাঝ রাস্তায় শাস্তির মুখে, ছাড় নেই মহিলাদেরও

ছবিটি পোস্ট হতেই অনেক নেটাগরিক এমন কাজের প্রশংসা করেছেন। কিন্তু কেউ কেউ আবার জানতে চেয়েছেন, এতে কী লাভ হবে। এক নেটাগরিক যেমন লিখেছেন এটা তো মোবাইল স্ক্রিনেই আঙুল চালিয়ে করা সম্ভব, এর জন্য গ্যাস পুড়িয়ে বিমান ওড়ানোর কী দরকার।

আরও পড়ুন: অনেক আগে খুলে গেল দোকান, হাততালি-ফুল দিয়ে চিকিৎসা কর্মীদের অভিনন্দন

দেখুন সেই পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement