প্রতীকী চিত্র
বছর পনেরোর এই কিশোর এখন ফিলিপিন্সের পালাওয়ানের হিরো। নিজের প্রাণের মায়া না করে যে ভাবে সে তার বোনকে কুমিরের মুখ থেকে বাঁচিয়েছে তা এখন পালাওয়ানের সবার কাছেইচর্চার বিষয়।
বছর বারোর কিশোরী হেইনা লিসা জোসে হাবি তার দাদা হাসিমের সঙ্গে একটি ছোট নদী পার হচ্ছিল। সেই সময় একটি কুমির জল থেকে লাফিয়ে এসে লিসার পায়ে কামড়ে ধরে জলে টেনে নিয়ে যাচ্ছিল। চিত্কার শুরু করে লিজা। দ্রুত কাছে চলে আসে হাসিম, সময় নষ্ট না করে কাছে পড়ে থাকা ছোট বড় পাথর তুলে মারতে থাকে কুমিরটির মুখে। কুমিরটি কিছুটা থমকে যায় এমন অতর্কিত আক্রমণে। সেই সুযোগে বোনের হাত ধরে টানতে থাকে হাসিম।
ভাই-বোনের যৌথ চেষ্টার কাছে হার মানে কুমিরটি। লিসাকে ছেড়ে দিয়ে জলে পালায় সে।লিসার পায়ে কুমিরের দাঁত বসে গভীর ক্ষত তৈরি হয়েছে। চিকিত্সা চলছে তার। কুমিরটি প্রায় ১৪ ফুটের মতো লম্বা ছিল জানা গিয়েছে।
আরও পড়ুন: অ্যাপে অর্ডার দেওয়া খাবারের টাকা ফেরত পেতে গিয়ে ব্যাঙ্ক থেকে উধাও চার লক্ষ টাকা
মাদক পাচারকারীদের ‘গুপ্তধন’ জঙ্গলে ছড়িয়ে দিল এক দল শুয়োর