এভাবেই টাকা উড়তে দেখা যায় ভরদুপুরে।
ভরদুপুরে বহুতলের ছাদ থেকে উড়ে আসছে লক্ষ লক্ষ টাকা! আর সেই টাকা কুড়িয়ে নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যাচ্ছে রাস্তায়। চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে হংকংয়ের শাম শুই পো একালায়।
সূত্রের খবর, ২৪ বছর বয়সী ওং চিং-কিট রোববার দুপুরে একটি ল্যাম্বরগিনি স্পোর্টস কারে বিপুল পরিমাণ টাকা নিয়ে আসেন। তারপর একটি বহুতলের ছাদে উঠে গিয়ে সেই টাকা তিনি ছড়িয়ে দেন রাস্তায়। জনবহুল রাস্তায় তখন হকচকিয়ে গিয়েছে পথচারীরাও। কেউ কেউ সেই টাকা কুড়িয়েও নিতে শুরু করে দিয়েছে। মোবাইলে এই অদ্ভুত দৃশ্য রেকর্ড করে রাখতেও দেখা যাচ্ছে কাউকে কাউকে।
বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই ব্যক্তিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এই গ্রেফতারির ঘটনাও লাইভ স্ট্রিম করেন তিনি!
আরও পড়ুন: প্রেমের টানে পাক জেলে মুম্বইয়ের যুবক! মুক্তি পেলেন ছ’বছর পর
ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ লক্ষ টাকা তিনি এ ভাবে ছড়িয়ে দিয়েছিলেন বলে অনুমান। কিন্তু কেন এমন করলেন তিনি? পুলিশ জানাচ্ছে যে ‘ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন’-এর কেনা-বেচা করেই বিপুল অর্থের মালিক হয়ে গিয়েছেন ওং চিং-কিট। তাঁর মতে, তিনি বড়লোকদের লুঠ করে গরিবদের সাহায্য করতে চান। সেই কারণেই ওই অর্থ বিলিয়ে দিচ্ছিলেন তিনি।
আরও পড়ুন: সন্তানের নাম অ্যাডল্ফ হিটলার রেখে গারদে বাবা-মা!
তবে এতটাও মহৎ তাঁর উদ্দেশ্য নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এটি তাঁর কোনও একটি প্রোজেক্টের জন্য ‘পাবলিসিটি স্টান্ট’ বলেই মনে করা হচ্ছে।