নাগরিকত্ব আইন নিয়ে সুর নরম আমেরিকার

বুধবার সুর পাল্টে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো জানালেন, আমেরিকা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৪
Share:

প্রতীকী ছবি

সংশোধিত নাগরিকত্ব আইন এবং তার বিরুদ্ধে ভারতে ঘটে চলা ঘটনাপ্রবাহ নিয়ে সম্প্রতি কড়া বিবৃতি দিয়েছিল আমেরিকা। কিন্তু বুধবার সুর পাল্টে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো জানালেন, আমেরিকা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে। কারণ সংখ্যালঘু এবং ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য দেশে যে ‘বলিষ্ঠ বিতর্ক’ চলছে, তার পরিবেশ সুনিশ্চিত করেছে ভারত।

Advertisement

এ দিন আমেরিকা ও ভারতের মধ্যে ‘টু প্লাস টু’ বৈঠকের শেষে এই মন্তব্য করেন পম্পেয়ো। প্রথমে বৈঠকে বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পম্পেয়ো। পরে যোগ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। এই বৈঠক শেষে পম্পেয়ো বলেন, ‘‘সর্বত্র সংখ্যালঘু এবং ধর্মীয় অধিকার রক্ষায় আমরা সর্বদা তৎপর। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক চলছে। এই বিতর্কের জন্য ভারতীয় গণতন্ত্রকে আমরা সম্মান করি।’’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়শঙ্করও বলেন, ‘‘আপনারা ভারতের বিষয় নিয়ে প্রশ্ন করছেন। এই নয়া আইন নিয়ে তৈরি হওয়া বিতর্ককে আপনারা যদি ভাল করে খেয়াল করেন, তা হলে আপনারা দেখতে পাবেন, এটি কিছু নির্দিষ্ট দেশে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘুদের সুরাহার জন্যই করা হয়েছে।’’ বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতের অবস্থান মার্কিন কংগ্রেসের সদস্যদের সামনেও তুলে ধরেছেন জয়শঙ্কর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement