Stabbing

ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলেছিলেন যুবক, রেগে গিয়ে বান্ধবী ভয়ঙ্কর কাণ্ড করলেন

পুলিশকে যুবক জানিয়েছেন, গত দেড় বছর ধরে একসঙ্গে থাকেন তাঁরা। এক বিছানায় ঘুমান। ঘুমের মধ্যে ওই বিছানায় প্রস্রাব করেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৮:০০
Share:

রাগে যুবকের বুকে ছুরি মেরেছেন ২৫ বছরের তরুণী। ছবি: প্রতীকী

যুবককে ছুরি মারলেন বান্ধবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে দিয়েছিলেন যুবক। রাগে তাঁর বুকে ছুরি মেরেছেন ২৫ বছরের তরুণী। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আমেরিকার লুইসিয়ানার ঘটনা।

Advertisement

শনিবার লুইসিয়ানার একটি হাসপাতাল থেকে ইস্ট ব্যাটন রুজ শেরিফের দফতরে ফোন করা হয়। জানানো হয়, ছুরির আঘাতে জখম হয়ে ভর্তি হয়েছেন এক যুবক। তাঁর বাম দিকের ফুসফুসে আঘাত লেগেছে। পুলিশকে যুবক জানিয়েছেন, গত দেড় বছর ধরে একসঙ্গে থাকেন তাঁরা। এক বিছানায় ঘুমান। ঘুমের মধ্যে ওই বিছানায় প্রস্রাব করেছিলেন তিনি। তাতেই চটে যান বান্ধবী ব্রায়ানা লাকোস্ট।

ব্রায়ানাকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

যুবক জানিয়েছেন, বিছানায় প্রস্রাব করার পর তাঁকে ডেকে তোলেন ব্রায়ানা। এর পর মারধর করেন। যুবক পালাতে গেলে ব্রায়ানা ছুটে গিয়ে তাঁকে সব্জি কাটার ছুরি দিয়ে আক্রমণ করেন। পুলিশ আরও জানিয়েছে, ওই রাতে যুবক এবং ব্রায়ানা, দু’জনেই মদ্যপান করেছিলেন। পুলিশির জেরায় ব্রায়ানা জানান, যুবকের ওই কাণ্ডের পর তিনি ভেঙে পড়েছিলেন। তার জেরেই দু’জনের বচসা শুরু হয়। ব্রায়ানা এ-ও দাবি করেন, বচসার সময় যুবক তাঁর গলা টিপে ধরেছিলেন। নিজের প্রাণ বাঁচাতে যুবকের বাঁ হাতের নীচে ছুরি মেরেছিলেন তিনি। প্রথমে নিজেই প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন ব্রায়ানা। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement