—প্রতিনিধিত্বমূলক চিত্র।
মাস পাঁচেক ধরে কফির স্বাদ ‘অন্য’ রকম ঠেকছিল। তাতেই সন্দেহ হয়েছিল, তাঁর কফিতে বিষ মিশিয়ে খুনের চেষ্টা করছেন স্ত্রী। তবে সে যুক্তির পক্ষে প্রমাণ জোগাড় করতে নিজেদের বাড়িতে একাধিক সিসি ক্যামেরা বসিয়েছিলেন বলে জানিয়েছেন আমেরিকার নৌবাহিনীর এক কর্মী। তাঁর অভিযোগ, ধীরে ধীরে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছেন স্ত্রী। সে জন্য গত পাঁচ মাস ধরে প্রতি দিন তাঁর কফিতে স্বল্প মাত্রায় বিষ মিশিয়েছেন তিনি। ওই অভিযোগের ভিত্তিতে অ্যারিজ়োনার এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
আমেরিকার সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর কাছে অ্যারিজ়োনা পুলিশ জানিয়েছে, নৌসেনাকর্মী রোবি জনসনকে খুনের চেষ্টার অভিযোগে তাঁর স্ত্রী মেলোডি ফেলিক্যানো জনসনকে গ্রেফতার করা হয়েছে। টাসকন শহরের ওই দম্পতির বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হলেও তাঁরা একত্রে বসবাস করছিলেন। রোবির অভিযোগ, গত মার্চে স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে জার্মানিতে বসবাসের সময় তাঁর কফির স্বাদে ফারাক টের পেয়েছিলেন। সে সময় থেকেই স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ হয় তাঁর। তবে স্ত্রী যাতে কিছু বুঝতে না পারেন, সে জন্য কফি পানের ভান করতে থাকেন তিনি। এর পর জার্মানি থেকে আমেরিকার ডেভিস মন্থান বায়ুসেনা ফাঁড়িতে বদলির পর পুলিশের দ্বারস্থ হন।
তদন্তকারীদের কাছে রোবির দাবি, স্ত্রীর ‘কুকর্ম’ হাতেনাতে ধরার জন্য গোপনে ঘরের চারদিকে একাধিক সিসি ক্যামেরা লাগিয়েছিলেন তিনি। তাতে ধরা পড়েছে, একটি পাত্রে ব্লিচ ভরছেন স্ত্রী। এর পর সেই পাত্রটি নিয়ে কফি মেশিনের দিকে যাচ্ছেন। স্ত্রীর তৈরি কফি পরীক্ষাও করেছেন। তাতে উচ্চমাত্রায় ক্লোরিন মিলেছে বলেও দাবি রোবির। এ সমস্ত ‘প্রমাণ’ পুলিশের কাছে জমা দিয়েছেন রোবি। তাঁর দাবি, মৃত্যুর পর তাঁর বিমার টাকা হাতাতেই খুনের চেষ্টা করেছেন স্ত্রী।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ধৃত মহিলা। শুনানির সময় তদন্তকারীরা জানিয়েছেন, সম্প্রতি ফিলিপিন্সে একটি বাড়ি কিনেছেন তিনি। দু’পক্ষের সওয়াল শোনার পর অভিযুক্ত মহিলাকে পিমা কাউন্টে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, তাঁকে ২৫০,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় ২কোটির বেশি টাকা)-এর বন্ড জমা রাখতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর অভিযুক্ত মহিলাকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।