US-Russia Peace Talk

ইউক্রেনের যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠক আমেরিকা ও রাশিয়ার, প্রথম দিন কী নিয়ে হল আলোচনা?

ইউক্রেনে হামলা শুরুর তিন বছরের মাথায় ট্রাম্পের প্রস্তাব মেনে মঙ্গলবার বৈঠকে যোগ দেয় রাশিয়া। প্রথম দিন ইউক্রেনের কোনও প্রতিনিধি না থাকলেও বুধবার যোগ দিতে পারেন জ়েলেনস্কি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিস্তরের বৈঠক শুরু হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াধে আয়োজিত ওই বৈঠকে আমেরিকার প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের বিদেশ সচিব মার্কো রুবিও। রয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ় এবং পশ্চিম এশিয়া বিষয়ক দূত স্টিভ উইটকফ।

Advertisement

অন্য দিকে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভও রয়েছেন। যদিও যুদ্ধে ইতি টানার ওই বৈঠকে ডাকা হয়নি ইউক্রেনকে! প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সোমবার জানান, তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা না করে তাঁরা রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতেও চান না।

এই আবহে ইউক্রেনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার সৌদিতে যাচ্ছেন জ়েলেনস্কি। সেখানে ট্রাম্প এবং পুতিনের সঙ্গে বৈঠকে শামিল হতে পারেন তিনি। সৌদির বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জ়ল বিন ফারহান আল–সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল–আইবানের উপস্থিতিতে যুদ্ধবিরতির বিষয়ে মঙ্গলবার প্রাথমিক আলোচনা হয়েছে বলে পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, রবিবার রাতে ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধে ইতি টানতে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পুতিনের মনোভাব ‘ইতিবাচক’ বলেও দাবি করেছিলেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর মুখোমুখি বৈঠক হবে বলেও জানিয়েছিলেন ট্রাম্প। এর পরেই সোমবার ক্রেমলিনের তরফে বৈঠকে যোগ দেওয়ার সম্মতি জানিয়ে বিবৃতি দেওয়া হয়। জ়েলেনস্কি মঙ্গলবার তুরস্কে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের সঙ্গে বৈঠক করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement