Donald Trump

পাকিস্তানিদের আমেরিকায় প্রবেশে বাড়তি বিধিনিষেধ চাপছে! সঙ্গে ভারতের পড়শি আর এক দেশের উপরেও শর্ত

২০১৬ সালে প্রথম বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর বিধিনিষেধ বলবৎ করেছিলেন। ২০২১ সালে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরে তা তুলে নিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১১:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর বাড়তি বিধিনিষেধ আরোপ করতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। আগামী সপ্তাহ থেকেই এটি কার্যকর হতে পারে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স!

Advertisement

ঘটনাচক্রে, বুধবার সন্ত্রাস দমনে পাকিস্তানের তৎপরতার প্রশংসা করেছিলেন ট্রাম্প। তার পরেও এমন পদক্ষেপ নিয়ে তাই প্রশ্ন উঠেছে। গত ২০ জানুয়ারি দ্বিতীয় বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প একটি সরকারি নির্দেশিকায় সই করেছিলেন। সেখানে আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে সে দেশে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছিল।

পাশাপাশি ওই নির্দেশিকায় কোন দেশ তার নাগরিকদের পাসপোর্ট দেওয়ার আগে নিরাপত্তা সংক্রান্ত কী কী পদক্ষেপ করে, তা-ও খতিয়ে দেখতে বলা হয়েছিল। ট্রাম্পের সেই নির্দেশ মেনে বিভিন্ন দেশের গোয়েন্দা-তথ্য সংগ্রহ ব্যবস্থা এবং নাগরিকদের সম্পর্কে পর্যালোচনার পরেই এই পদক্ষেপ বলে প্রকাশিত খবরে দাবি।

Advertisement

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথম বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন, যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। ২০১৮ সালে আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের সিদ্ধান্ত বহাল রেখেছিল। তবে ২০২১ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরেই জো বাইডেন ওই নিষেধাজ্ঞাটি বাতিল করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘আমেরিকার বিবেকের উপর কলঙ্কচিহ্ন’ বলেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement