PRC Military Expense Increased

জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা কমালেও সামরিক খাতে ব্যয় বিপুল বাড়াচ্ছে চিন! কী কৌশল জিনপিংয়ের?

এই নিয়ে গত এক দশকে দ্বিগুণ হল জিনপিং সরকারের সামরিক বাজেট। টানা তিনটি অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট প্রায় ৭ শতাংশ করে বাড়ল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ০৮:০৮
Share:
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

প্রতিরক্ষা খাতে ৭.২ শতাংশ ব্যয়বৃদ্ধির কথা ঘোষণা করল চিন। বুধবার বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ চতুর্দশ ন্যাশনাল কংগ্রেসের তৃতীয় অধিবেশনে এই বার্তা দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার। জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে সামরিক খাতে ২৪,৫০০ কোটি ডলার ( প্রায় ২১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা) খরচ করা হবে।

Advertisement

এই নিয়ে গত এক দশকে দ্বিগুণ হল জিনপিং সরকারের সামরিক বাজেট। টানা তিনটি অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট প্রায় ৭ শতাংশ করে বাড়ল। একদলীয় চিনের শাসক কমিউনিস্ট পার্টি জানিয়েছে, পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ)-র আধুনিকীকরণের জন্য এই বাড়তি অর্থ ব্যয় করা হবে। ২০১৯ সালে শি জিনপিং সরকার প্রতিরক্ষা বাজেট ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছিল। তার পর এ বারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

জিনপিং সরকারের সামরিক খাতে ব্যয়বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গিয়েছে। ২০২৫-২৬-এ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র ৫.৫ শতাংশ স্থির করা হয়েছে। লাদাখ এবং তাইওয়ান ঘিরে উত্তেজনার আবহে ২০২১ সালে প্রথম বার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চিন। তার পর তা দ্রুত গতিতে বেড়েই চলেছে। তবে আদতে প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বেজিং অনেকটাই বেশি খরচ করে বলে ধারণা পশ্চিমি সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement