Donald Trump's Tariff War

ট্রাম্পের ‘পাল্টা শুল্ক নীতি’ থেকে বাদ রাশিয়া, বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়া! কী কারণে?

এর আগেই ট্রাম্প মেক্সিকো এবং কানাডা থেকে আসা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করায় দ্বিতীয় বার তাদের নামও পারস্পরিক শুল্প নীতির তালিকায় উল্লিখিত হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:২৮
Share:

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

ভারত থেকে চিন। ইউরোপীয় ইউনিয়ন থেকে তাইওয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘পারস্পরিক শুল্ক নীতি’ থেকে বাদ পড়ল না প্রায় কেউই। যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ৩ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানোর বন্দোবস্ত করে ফেললেন তিনি।

Advertisement

কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্পের নয়া পদক্ষেপ থেকে ছাড় পেয়েছে চারটি দেশ— ইউরোপের রাশিয়া ও বেলারুশ, এশিয়ার উত্তর কোরিয়া এবং লাতিন আমেরিকার দ্বীপরাষ্ট্র কিউবা! কিন্তু কেন এমন ‘বৈষম্য’? বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এমন পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘‘ওই চারটি দেশ ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আর তা বেশ কঠোর। অদূর ভবিষ্যতে ওই চার দেশের সঙ্গে অতিরিক্ত বাণিজ্যিক লেনদেনের বিষয়টিও এখন বিবেচনা করা হচ্ছে না।’’

এই আবহে তাই নতুন শুল্কনীতি থেকে রাশিয়া, বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়াকে ‘ছাড়’ দেওয়া হয়েছে বলে জানান ক্যারোলিন। তা ছাড়া, এর আগেই ট্রাম্প মেক্সিকো এবং কানাডা থেকে আসা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করায় দ্বিতীয় বার তাদের নামও পারস্পরিক শুল্প নীতির তালিকায় উল্লিখিত হয়নি। প্রসঙ্গত, এ বার থেকে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ২৬ শতাংশ হারে শুল্ক নেবে আমেরিকা। চিনা পণ্যের ক্ষেত্রে এই হার ৩৪ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement