Metro Rail

স্টেশনে ঢোকার আগের মেট্রো লাইনে পড়ে গেলেন যাত্রী, ছুটতে ছুটতে এল পুলিশ, তার পর

ভিডিয়ো দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশ পৌঁছনোর আগে পর্যন্ত কেন ওই যাত্রীকে কেউ বাঁচাতে এলেন না? অনেকে আবার যাত্রীর সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ২২:২১
Share:

টুইটারে পোস্ট করা ভিডিয়ো থেকে নেওয়া।

মেট্রোর লাইনে পড়ে গিয়েছিলেন এক যাত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন। নেপথ্যে দুই পুলিশকর্মী। কোনও মতে তাঁকে টেনে লাইন থেকে তোলেন ওই দুই পুলিশকর্মী। তার পরেই ছুটে আসে মেট্রো। নিউ ইয়র্কের ম্যানহাটনের ঘটনা। ভিডিয়ো দেখে পুলিশের প্রশংসা করেছেন সমাজমাধ্যমের ব্যবহারকারীরা।

Advertisement

নিউ ইয়র্ক পুলিশের কমিশনার সিওয়েল ভিডিয়োটি টুইট করে লিখেছেন, ‘‘নিউ ইয়র্ক পুলিশের কাজ আমায় সব সময় বিস্মিত করে। শুক্রবার ম্যানহাটনে মেট্রোর লাইনে আচমকাই পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি। চলন্ত ট্রেনের মুখ থেকে তাঁকে উদ্ধার করে নিউ ইয়র্ক পুলিশ। আমার সঙ্গে আপনারাও এই পুলিশকর্মীদের কুর্নিশ করুন।’’

একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণগামী মেট্রোর লাইনে টহল দিচ্ছিলেন পুলিশকর্মীরা। তখনই উত্তরগামী মেট্রোর লাইনে পড়ে যান ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, নেহাতই দু্র্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন তিনি। দুই দিকের লাইনের মাঝে দেওয়াল তোলা। ফলে তা পেরিয়ে এক দিক থেকে অন্য দিকের লাইনে যাওয়া সম্ভব নয়। পুলিশকর্মীরা তাই মেট্রোর গেট দিয়ে বেরিয়ে রাস্তা পার হয়ে অন্য দিকে লাইনে নামেন। তার পর উদ্ধার করেন ওই ব্যক্তিকে।

Advertisement

ভিডিয়ো দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশ পৌঁছনোর আগে পর্যন্ত কেন ওই যাত্রীকে কেউ বাঁচাতে এলেন না? অনেকে আবার যাত্রীর সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement