হিন্দুত্ব-বিরোধী পোস্টার মেরে ব্যবসা গোটাতে হল মার্কিন মুলুকে

হিন্দুত্ব-বিরোধী পোস্টার মারার খেসারত দিতে হল ব্যবসার পাততাড়ি গুটিয়ে। মার্কিন মুলুকে। গুনাগার দিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। মহম্মদ দার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ১৮:৩৬
Share:

হিন্দুত্ব-বিরোধী পোস্টার মারার খেসারত দিতে হল ব্যবসার পাততাড়ি গুটিয়ে। মার্কিন মুলুকে।

Advertisement

গুনাগার দিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। মহম্মদ দার।

টেক্সাসের কেমায় ‘ডেয়ারি কুইন’ (ডিকিউ) নামে জনপ্রিয় রেস্তোরাঁর ফ্র্যাঞ্চাইজি মহম্মদ দার গত ৬ মাস ধরে হিন্দুত্ব-বিরোধা পোস্টারে পোস্টারে ছয়লাপ করে দিয়েছিলেন তাঁর রেস্তোরাঁর ভেতরটা। একই রকমের পোস্টার সাঁটিয়ে দিয়েছিলেন রেস্তোরাঁর কার পার্কিং লটেও।

Advertisement

ঘটনাচক্রে বহু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক থাকেন কেমায়। ব্যাপারটা তাঁদের একেবারেই পছন্দ হয়নি। নানা মহলে তাঁরা অভিযোগ জানিয়েছিলেন। দারকে বলা হয়েছিল, হিন্দুত্ব-বিরোধা পোস্টারগুলো খুলে ফেলতে। দার রাজি হননি।

আরও পড়ুন- ভোল বদলে ট্রাম্পের মুখে সহিষ্ণুতার কথা

মিনিয়াপোলিসে ‘কমিউনিকেশন্‌স অফ আমেরিকান ডেয়ারি কর্পোরেশনে’র সদর দফতর থেকে সংস্থার অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ডিন এ পিটার্স শুক্রবার বলেছেন, ‘‘গত ৩০ মার্চ থেকেই কেমার ‘ডিকিউ’ রেস্তোরাঁর মালিকানা বদলে গিয়েছে। আগের ফ্র্যাঞ্চাইজি যে সব আপত্তিকর পোস্টার সাঁটিয়েছিলেন, সেগুলিও খুলে ফেলা হয়েছে।’’

দার অবশ্য বলেছেন, ‘‘আমার পোষাচ্ছিল না। তাই বেশ কিছু দিন ধরেই আমি ওই ফ্র্যাঞ্চাইজি ছাড়ব ছাড়ব ভাবছিলাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement