Israel Army

লেবানন থেকে ইজ়রায়েলি সেনা প্রত্যাহার শুরু, এ বার কি তবে সিরিয়া দখলের অভিযান?

পেন্টাগনের আধিকারিক জেনারেল এরিক কুরিলা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আল-খিয়াম শহর থেকে সরে গিয়েছে ইজ়রায়েলি সেনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২৩:১০
Share:

সেনা প্রত্যাহার শুরু করেছে ইজ়রায়েল। ছবি: সংগৃহীত।

প্রায় আড়াই মাসের ধারাবাহিক হামলার পর লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইজ়রায়েল। বুধবার পশ্চিম এশিয়ায় মোতায়েন ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য জানিয়েছে। পেন্টাগনের আধিকারিক জেনারেল এরিক কুরিলা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আল-খিয়াম শহর থেকে সরে গিয়েছে ইজ়রায়েলি সেনা।

Advertisement

সেনা প্রত্যাহার পর্বে আমেরিকার সেনা আধিকারিকেরাও সেখানে হাজির ছিলেন বলে জানিয়েছেন জেনারেল এরিক। তাঁর দাবি, লেবাননের সেনার হাতে ওই এলাকার দায়িত্ব তুলে দিয়েছে ইজ়রায়েলি সেনা। প্রসঙ্গত, ইরানের মদতপুষ্ট হিজ়বুল্লা গেরিলা বাহিনীর বিরুদ্ধে সেপ্টেম্বরে লেবাননের মাটিতে সেনা অভিযান শুরু করেছিল ইজ়রায়েল। নভেম্বরের শেষ সপ্তাহে আমেরিকার মধ্যস্থতায় দু’পক্ষের যুদ্ধবিরতি সই হয়।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ৬০ দিন পর্যন্ত সময় নিতে পারবে ইজ়রায়েল। তবে কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে পারবে না। যদিও ইতিমধ্যেই অন্তত এক ডজন বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননের মাটিতে হামলার অভিযোগ উঠেছে তেল আভিভের বাহিনীর বিরুদ্ধে। পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সিরিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ‘মনোনিবেশ’ করতেই লেবানন থেকে সেনা সরাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement