লিবিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন বিমান হানা, হত ৩০ জঙ্গি

লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের গোপন ঘাঁটির ওপর বড়সড় বিমান হানাদারি চালাল আমেরিকা। শুক্রবার ত্রিপোলির পশ্চিমে সারবাথার কাছে আইএসের ওই গোপন ঘাঁটিতে মার্কিন বোমারু বিমানের হামলায় কম করে ৩০ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৫০
Share:

লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের গোপন ঘাঁটির ওপর বড়সড় বিমান হানাদারি চালাল আমেরিকা।

Advertisement

শুক্রবার ত্রিপোলির পশ্চিমে সারবাথার কাছে আইএসের ওই গোপন ঘাঁটিতে মার্কিন বোমারু বিমানের হামলায় কম করে ৩০ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

পেন্টাগনের এক পদস্থ কর্তা আজ এ খবর দিয়ে বলেছেন, নিহত জঙ্গিদের বেশির ভাগই তিউনিসিয়ার নাগরিক। তাদের লিবিয়ায় আইএসের গোপন ঘাঁটিতে নিয়ে আসা হয়েছিল, অস্ত্র প্রশিক্ষণের জন্য। নিহত জঙ্গিদের মধ্যে কয়েক জন ‘সুইসাইড বম্বার’ও রয়েছে।

Advertisement

আরও পড়ুন- ঢাকার সোনালি ব্যাঙ্কে মেঝে খুঁড়ে ডাকাতির চেষ্টা, গুলিতে মৃত ১

তবে মার্কিন গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ওই বিমান হানায় কট্টর জঙ্গি নৌরুদ্দিন চৌচানে নিহত হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। গত বছর তিউনিসিয়ায় আইএসের দু’-দু’টি হামলার ঘটনার মূল চক্রী ছিল চৌচানেই। ওই কট্টর জঙ্গি লিবিয়ার ওই গোপন ঘাঁটিতে গা ঢাকা দিয়ে নতুন ‘রিক্রুট’দের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, সেই খবর পেয়েই বিমান হানাদারি চালানো হয়েছিল। হানাদারির আগাম খবর পেয়ে চৌচানে ইতিমধ্যেই লিবিয়া ছেড়ে পালিয়ে গিয়েছে কি না, সে ব্যাপারেও তারা নিশ্চিত নয় বলে মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement