নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ওরলি বিমানবন্দর। ছবি: সংগৃহীত।
ফ্রান্সের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ওরলিতে নিরাপত্তাকর্মীর বন্দুক ছিনিয়ে নিয়ে হামলা চালানোর চেষ্টা করল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বন্দুক ছিনিয়ে নিয়েই সোজা বিমানবন্দরের টার্মিনালের ভিতর ঢুকে পড়ার চেষ্টা করে সে। কিন্তু তার আগেই তাকে খতম করে নিরাপত্তাকর্মীরা।
ফরাসি পুলিশ সূত্রে খবর, শনিবার তখন ভিড়ে ঠাসা বিমানবন্দর টার্মিনাল। হঠাত্ই এক ব্যক্তি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনার বন্দুক ছিনিয়ে নেয়। তার পিছু ধাওয়া করে বাকি নিরাপত্তাকর্মীরা। এক প্রত্যক্ষদর্শী জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে হাতিয়ার ফেলে দেওয়ার জন্য বার বার অনুরোধ করা হয়। কিন্তু ওই ব্যক্তি নিরপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালিয়ে ওই ব্যক্তিকে খতম করে নিরাপত্তাকর্মীরা। নিরাপদে বের করে আনা হয় বিমানবন্দরে থাকা যাত্রীদের।
খালি করে দেওয়া হচ্ছে বিমানবন্দর।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে এ দিন এক ব্যক্তি ব্যাস্ত রাস্তায় ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁকে মারধরও করে। তার পর এক মহিলাকে অস্ত্র দেখিয়ে তাঁর গাড়ি নিয়ে চম্পট দেয়। সেই গাড়িটি ওরলি বিমানবন্দরের পাশে উদ্ধার হয়েছে। নিহত ব্যক্তি সেই একই লোক বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুন: ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’, প্রকাশ্যে সঙ্কেতের মানে!
এক মাস আগেই লুভর মিউজিয়ামে ঠিক একই কায়দায় হামলা চালানোর চেষ্টা করেছিল এক ব্যক্তি। তাকেও গুলি করে মারা হয়।