Libya

লিবিয়ায় এ সব হেরিটেজ জায়গাগুলি বাঁচাতে মরিয়া ইউনেস্কো

প্রতি দিন মধ্য প্রাচ্যে চলছে সভ্যতা ধ্বংসের খেলা। তার কালো ছায়ায় ঢেকে গিয়েছে গোটা বিশ্ব। সিরিয়া, ইরাক, ইজরায়েলের সঙ্গে মিশর, লিবিয়ার মতো গোটা উত্তর আফ্রিকাও সন্ত্রাস কবলিত। ২০১১-র মুয়াম্মর গদ্দাফির হত্যার পর লিবিয়ায় একাধিক গৃহযুদ্ধ হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২২
Share:

লেপটিস মাগনার অ্যাম্ফিথিয়েটার

প্রতি দিন মধ্য প্রাচ্যে চলছে সভ্যতা ধ্বংসের খেলা। তার কালো ছায়ায় ঢেকে গিয়েছে গোটা বিশ্ব। সিরিয়া, ইরাক, ইজরায়েলের সঙ্গে মিশর, লিবিয়ার মতো গোটা উত্তর আফ্রিকাও সন্ত্রাস কবলিত। ২০১১-র মুয়াম্মর গদ্দাফির হত্যার পর লিবিয়ায় একাধিক গৃহযুদ্ধ হয়েছে। সেই গৃহযুদ্ধে প্রচুর মৃত্যু তো হচ্ছেই, অর্থনৈতিক দুরাবস্থাও দেখা দিয়েছে। পাশাপাশি, অসংখ্য মানুষ লিবিয়া ছেড়ে চলে যাচ্ছেন ভিনদেশ। এখন শুষ্ক, রুক্ষ্ম ধূসর মরুদ্যানে পড়ে রয়ছে লিবিয়ার কিছু ঐতিহাসিক নির্দশন। তাও সে সব গোলাবারুদে ক্ষতবিক্ষত। এই লিবিয়াতেই পাঁচটি ঐতিহাসিক জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে ইউনেস্কো। কিন্তু, এই সব ঐতিহাসিক জায়গাকে সংরক্ষণ করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইউনেস্কোর কাছে। লিবিয়া সরকার এবং সরকার বিরোধী গোষ্ঠী-সহ ইসলামিক স্টেটের প্রতি দিনের গণ্ডগোলে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে রোম ও গ্রিক সভ্যতা প্রভাবিত বেশ কিছু শহর। দেখে নেওয়া যাক সে সব শহরগুলি আজ কী অবস্থায় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement