ইউক্রেন এখনও অবধি ১১৭টি রাশিয়ার ট্যাঙ্ক দখল করেছে প্রতীকী ছবি
রাশিয়ার বিটিআর-৮২এ ট্যাঙ্ক দখল করল ইউক্রেন। সংবাদ সংস্থা জানিয়েছে, পুতিনের বাহিনীকে আক্রমণ করতেই এই দখলদারি। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, বর্তমানে রাশিয়ার তুলনায় ইউক্রেনের কাছে রয়েছে বেশি যুদ্ধাস্ত্র। যদিও ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ার বাহিনী বিস্ফোরক এবং ক্ষেপণাস্ত্র নিয়ে তৈরি।
৪৬ দিন ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইউক্রেন এখনও অবধি ১১৭টি রাশিয়ার ট্যাঙ্ক দখল করেছে।
রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল, তখন ইউক্রেনের সেনাবাহিনীর কাছে বিশেষ যুদ্ধাস্ত্র ছিল না। তবে যুদ্ধ চলাকালীন রাশিয়ার বহু ট্যাঙ্ক জেলেনস্কির সেনার দখলে আসে।
অবশ্য ইউক্রেনের ৭৪টি ট্যাঙ্ক পুতিনের সেনা হয় ধ্বংস করেছে, কিংবা দখল করে নিয়েছে।
রাশিয়ার সেনাবাহিনী নাইট্রেট অ্যাসিড ট্যাঙ্ক ব্যবহার করে ইউক্রেনের সাধারণ জনতার উপর আক্রমণ করছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
শনিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বার ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে দেখা করেন।
জেলেনস্কি অনুরোধ করে বরিস জনসনকে বলেছেন, রাশিয়ার উপর যেন আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হয়।
বরিস জানিয়েছেন, ব্রিটেন এবং তার সহযোগী দেশ রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে পারে।