Russia-Ukraine War

পুতিনের সাহায্যে জিনপিং কি ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছেন? দুই চিনা সেনা গ্রেফতার ইউক্রেনে

গত বছর সিঙ্গাপুরে ‘শাংরি লা ডায়ালগ’ নামের প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় জ়েলেনস্কি বলেছিলেন, ‘‘চিনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০৯:২৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের পরে এ বার চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে সেনা পাঠানোর অভিযোগ উঠল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির দাবি, তাঁর সেনারা দুই চিনা যোদ্ধাকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে।

Advertisement

ডনেৎস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে ওই দুই চিনাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে জ়েলেনস্কি বৃহস্পতিবার বলেন, ‘‘আমাদের কাছে প্রমাণ রয়েছে, আরও বেশ কিছু চিনা নাগরিক রুশ ফৌজের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। সংখ্যাটি দেড়শোরও বেশি!’’ চিনা বিদেশ মন্ত্রকের তরফে মস্কোকে সামরিক সহায়তার অভিযোগ খারিজ করা হয়েছে। জিনপিং সরকারের দাবি, চিনা নাগরিকেরা যাতে অন্য কোনও দেশের বাহিনীতে যোগ না দেন, সে বিষয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে।

গত বছর সিঙ্গাপুরে ‘শাংরি লা ডায়ালগ’ নামের প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় জ়েলেনস্কি বলেছিলেন, ‘‘চিনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।’’ এ বার সরাসরি বেজিঙের বিরুদ্ধে সেনা সরবরাহের অভিযোগ তুললেন তিনি। প্রসঙ্গত, গত অক্টোবরে আমেরিকার তরফে জানানো হয়েছিল, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে অন্তত ১০ হাজার সেনা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম। পরবর্তী সময়ে কুর্স্ক অঞ্চলে যুদ্ধে হত কয়েক জন উত্তর কোরীয় সেনার দেহ উদ্ধার করেছিল ইউক্রেন ফৌজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement