ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ব্রিটিশ সরকারের নেই এবং ব্রেক্সিটের জন্য একটি কৌশল ঠিক করতে তাদের অন্তত আরও ছ’মাস লাগবে— ফাঁস হওয়া একটি মেমো থেকে এই তথ্য জানা গিয়েছে। ব্রিটেনের একটি খবরের কাগজের হাতে এই মেমো এসেছে। তাতে বলা হয়েছে, ব্রেক্সিট সংক্রান্ত ৫০০টি প্রকল্পে কাজ করছেন ৩০ হাজার অতিরিক্ত কর্মী। মেমো লেখকের নাম অবশ্য প্রকাশ করা হয়নি। এতে সমালোচনা করা হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে-র। বলা হয়েছে, একা একা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তিনি কৃতিত্বের ভাগীদার হতে চাইছেন। কিন্তু তাঁর সিদ্ধান্তগুলির কোনওটাই তেমন সুদূরপ্রসারী হবে না।