টাইফুন ‘কোপ্পু’ কাঁপাল ফিলিপিন্সের দ্বীপ

ভয়ঙ্কর টাইফুন ‘কোপ্পু’ আছড়ে পড়েছে উত্তর ফিলিপিন্সে। যার জেরে আজ সকালে কার্যত, ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে দেশের উত্তর প্রান্তে লুজন দ্বীপের ক্যাসিগুরান শহরটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১৭:৩৯
Share:

উত্তর ফিলিপিন্সের লুজন দ্বীপ। রবিবার সকালে। ছবি: এপি।

ভয়ঙ্কর টাইফুন ‘কোপ্পু’ আছড়ে পড়েছে উত্তর ফিলিপিন্সে। যার জেরে আজ সকালে কার্যত, ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে দেশের উত্তর প্রান্তে লুজন দ্বীপের ক্যাসিগুরান শহরটি।

Advertisement

সঙ্গে রয়েছে বিধ্বংসী ঝড়ের তাণ্ডব। ঝড়ের বেগ দু’শো কিলোমিটারেরও বেশি। ‘কোপ্পু’র দাপটে উপকূলবর্তী সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হচ্ছে বারো ফুটেরও বেশি। আবহাওয়ার পূর্বাভাস, আরও তিন দিন ধরে হবে ভারী বৃষ্টি।

‘কোপ্পু’র দাপটে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন ইতিমধ্যেই। সকাল থেকে কম করে হাজার দশেক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর খবর নেই। ম্যানিলার আবহাওয়া দফতর জানিয়েছে, ওই টাইফুন উত্তরোত্তর মন্থর হয়ে পড়ছে। আর, তা সরে যাচ্ছে দ্বীপের পশ্চিম প্রান্তে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement