রুশ পাইলটের দেহ ফিরিয়ে দিচ্ছে তুরস্ক

সিরিয়ার উত্তর সীমান্তে গুলি করে মাটিতে নামানো রুশ যুদ্ধবিমানের আরও এক পাইলটের দেহের হদিশ মিলেছে। তাঁর দেহ শীঘ্রই রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে। তুরস্কের প্রধানমন্ত্রী অহমত দাভুতোগ্লু আজ এ কথা জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ১৮:৫৬
Share:

সিরিয়ার উত্তর সীমান্তে গুলি করে মাটিতে নামানো রুশ যুদ্ধবিমানের আরও এক পাইলটের দেহের হদিশ মিলেছে। তাঁর দেহ শীঘ্রই রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে।

Advertisement

তুরস্কের প্রধানমন্ত্রী অহমত দাভুতোগ্লু আজ এ কথা জানিয়েছেন। তিনি ওই নিহত রুশ পাইলটের নামও জানিয়েছেন। তাঁর নাম- লেফটেন্যান্ট কর্নেল ওলেগ পেশকভ।

তুরস্ক সীমান্তে উত্তর সিরিয়ার লাতাকিয়া প্রদেশে গত সপ্তাহে একটি রুশ যুদ্ধবিমান গুলি করে মাটিতে নামায় তুর্কি সেনারা। জ্বলে যাওয়া বিমান ছেড়ে প্যারাশুটে চড়ে নীচে নামার সময়ে ওই রুশ যুদ্ধবিমানের দুই পাইলটকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় তুর্কি সেনার। তাতে এক পাইলটের মৃত্যু হয়। তাঁর দেহের খোঁজ মিলছিল না এত দিন। দিনদুয়েক আগে রুশ উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছিল, আরেক পাইলট ক্যাপ্টেন কনস্টানটিন মুরাখতিনকে উদ্ধার করা হয়েছে। তিনি সুস্থই রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement