স্থানীয় সময় সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কমচটকা উপদ্বীপ অঞ্চল। মার্কিন ভূতাত্বিক সর্বেক্ষণ (ইউএসজিএস) এবং প্যাসিফিক সুনামি সেন্টার জানাচ্ছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাশিয়ার নিকোলস্কোয়ি থেকে ১২৪ মাইল পূর্ব-দক্ষিণ পূর্বে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। প্রবল এই ভূমিকম্পে এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে মূল ভূখণ্ড থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই উপদ্বীপের অবস্থান হওয়ায় এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ইহুদি হটানোয় ফ্রান্সের সমালোচনা মাকরঁ-র মুখে
রাশিয়ার বিস্তির্ণ অঞ্চল জুড়ে তীব্র ভূ-কম্পন অনুভূত হওয়ার পরেই মার্কিন প্যাসিফিক সুনামি সেন্টারের তরফে সমুদ্র তীরবর্তী ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা। আশঙ্কা করা হয়েছিল ২ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আসতে পারে। তবে এখনও পর্যন্ত সুনামি আছড়ে পড়ার কোনও খবর নেই। তবে ভূমিকম্পের পরেও বহু বার আফটার শক অনুভূত হয়েছে ওই এলাকায়। যার কম্পন মাত্রা ছিল ৫।