US President Election

বাইডেনের সঙ্গে লড়াই ভারতীয় বংশোদ্ভূতের? রিপাবলিকান ট্রাম্পের পিছনেই রামস্বামী

আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার প্রাথমিক লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি বিবেক রামস্বামী। রামস্বামীর সামনে কেবল ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৩ ১৩:১৯
Share:

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টক্কর বিবেক রামস্বামীর (বাঁ দিকে)। গ্রাফিক: সনৎ সিংহ।

ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট আগেই পেয়েছে আমেরিকা। এ বার কি ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্টও পেতে চলেছে? এই জল্পনা উস্কে দিয়ে প্রেসিডেন্ট হওয়ার প্রাথমিক লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি বিবেক রামস্বামী। রামস্বামীর সামনে কেবল ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের মধ্যে এখনও সমর্থনের পাল্লা ভারী প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকেই।

Advertisement

একটি প্রাক্-নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, ক্রমশ জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে রামস্বামীর। রিপাবলিকানদের মধ্যে অন্তত দশ শতাংশের সমর্থন নিশ্চিত করে ফেলেছেন তিনি। দশ শতাংশের সমর্থন রয়েছে ফ্লরিডার গভর্নর রন ডেস্যান্টিসের দিকেও। তবে গত জুন মাসে যেখানে ডিস্যান্টিসের পক্ষে প্রায় ২১ শতাংশ রিপাবলিকান সমর্থকের সমর্থন ছিল, তা এখন কমে দাঁড়িয়েছে দশ শতাংশ। অন্য দিকে, সেই সময় মাত্র ২ শতাংশ সমর্থন নিয়ে দৌড় শুরু করা রামস্বামী আরও আট শতাংশ মানুষের সমর্থন আদায় করতে পেরেছেন।

সমীক্ষা বলছে রিপাবলিকান দলের সমর্থকদের মধ্যে যাঁরা উচ্চশিক্ষিত তরুণ-তরুণী, তাঁদের অধিকাংশের সমর্থন পেয়েছেন রামস্বামী। তবে প্রেসিডেন্ট হতে গেলে রামস্বামীকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কারণ, ৫৬ শতাংশ মানুষের সমর্থন পেয়ে লড়াইয়ে অনেকটাই এগিয়ে ট্রাম্প। এই ধারা বজায় থাকলে ২০২৪ সালে ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে আরও এক বার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন ট্রাম্পই। তবে রামস্বামীর এই রাজনৈতিক উত্থানের নেপথ্যে আমেরিকার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের প্রভাব এবং প্রসার নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ভারতীয় বংশোদ্ভূত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement