হু-র উপর অসন্তুষ্ট, ফের বোঝালেন মার্কিন প্রেসিডেন্ট। ছবি-এপি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’)-র বিরুদ্ধে ফের তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, চিনের জনসংযোগ সংস্থা হিসেবে এখনও কাজ করে চলেছে হু। এর জন্য হু-র লজ্জাবোধ করা উচিত।
হোয়াইট হাউসের ইস্ট রুমে বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘‘চিনের জনসংযোগ সংস্থা হিসেবে কাজ করে চলার জন্য, আমার তো মনে হয়, এ বার হু-র লজ্জিত হওয়া উচিত।’’ বুধবারও হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে হু-র বিরুদ্ধে তোপ দেগেছিলেন ট্রাম্প। বলেছিলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমেরিকা-সহ গোটা বিশ্বকে বিভ্রান্ত করে চিনের সুরে সুর মিলিয়ে চলছে।’’
এপ্রিলের গোড়ায় হু-র বিরুদ্ধে প্রথম সরাসরি এই অভিযোগ করেছিলেন। করোনা সংক্রমণ যাতে বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে হু কী ভূমিকা নিয়েছিল, তা খতিয়ে দেখতে ওই সময় তদন্তেরও নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। সেই তদন্ত শুরু হওয়ার পরেই হু-কে বাৎসরিক অর্থ সাহায্য বন্ধ রাখার কথা ঘোষণা করেন ট্রাম্প।
চিনের সুরে সুর মিলিয়ে চললেও যে গত বছর পর্যন্ত হু-কে বিভিন্ন দেশের দেওয়া অর্থ সাহায্যের নিরিখে আমেরিকাই সবচেয়ে এগিয়ে ছিল, সে কথাও এ দিন মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘‘গবেষণা ও চিকিৎসার জন্য হু-কে প্রতি বছর আমেরিকা দেয় ৫০ কোটি ডলার। আর চিন দেয় ৩ কোটি ৮০ লক্ষ ডলার। ফারাকটা অনেক বেশি হলেও হু-র কাছে সেটা বিচার্য হচ্ছে না। অথচ ওদের (হু) ভুলেই আজ লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। কিন্তু ওরা নানা অজুহাত দিয়ে দায় এড়াতে চাইছে।’’
আরও পড়ুন: রাজ্যে ১০৫ করোনা আক্রান্তের মৃত্যু, তবে করোনার কারণেই মৃত ৩৩: নবান্ন
আরও পড়ুন: সংক্রমণ সাগর দত্ত হাসপাতালে, ১৭ চিকিৎসক-সহ কোয়রান্টিনে ৩৬
হু-র বিরুদ্ধে প্রায় একই অভিযোগ করেছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পায়োও। মার্কিন টেলিভিশন চ্যানেল ‘ফক্স নিউজ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে পম্পায়ো বলেছেন, ‘‘সহজ কথায়, করোনা সংক্রমণের বিষয়টিকে সঠিক ভাবে বুঝতেই পারেনি হু। ফলে, এই সংক্রমণ রুখতে কী করণীয় সে ব্যাপারে আমেরিকা-সহ গোটা বিশ্বকে বার বার বিভ্রান্ত করেছে। করে চলেছে।’’
পম্পায়ো অভিযোগ করেছেন, হু-র কাজ ছিল একটাই। চিনে গিয়ে পরিস্থিতি বোঝা আর তার প্রেক্ষিতে গোটা বিশ্বকে সতর্ক করা। কিন্তু করোনা সংক্রমণকে অতিমারি ঘোষণা করতে অযথা দেরি করেছে হু। বরং বার বার তা অস্বীকার করার চেষ্টা করেছে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)