সান্তাক্লজের কাছে শুধু বন্দুক চাইল আমেরিকা!

আইএস, আল-কায়েদা নয়, আমেরিকার কাছে এখন সবচেয়ে ভয়ের কারণ অন্য এক আমেরিকা। যে আমেরিকা এই প্রথম সান্তাক্লজের কাছে ফুল বা অন্য কোনও উপহার চাইল না। উল্টে সান্তার থেকে চেয়ে নিল বন্দুক। আমেরিকার ঘরে ঘরে তাই বড়দিনের রাতে মোজার মধ্যে পৌঁছে গেল বন্দুক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৯
Share:

আইএস, আল-কায়েদা নয়, আমেরিকার কাছে এখন সবচেয়ে ভয়ের কারণ অন্য এক আমেরিকা। যে আমেরিকা এই প্রথম সান্তাক্লজের কাছে ফুল বা অন্য কোনও উপহার চাইল না। উল্টে সান্তার থেকে চেয়ে নিল বন্দুক। আমেরিকার ঘরে ঘরে তাই বড়দিনের রাতে মোজার মধ্যে পৌঁছে গেল বন্দুক। বিশ্বজুড়ে যখন সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে, এর মধ্যে মার্কিনবাসীদের উপহার হিসাবে বন্দুক নেওয়ার ঘটনা ভাবাচ্ছে সমাজতত্ত্ববিদদের। ভাবাচ্ছে কারণ, এর আগে এমনই এক সন্ত্রাসের আবহে কাশ্মীরেও একই রকম ঘটনার প্রতিফলন দেখা গিয়েছিল। যখন কাশ্মীরের প্রত্যেকটি বাচ্চাদের একমাত্র খেলা হয়ে উঠেছিল নকল বন্দুক। সমাজের উপরে এর কুপ্রভাব নিয়ে ভাবতে বাধ্য হয়েছিলেন সমাজতত্ত্ববিদেরা। একই ভাবে যা ভাবাচ্ছে আমেরিকাকে।

Advertisement

ফুলের বদলে কেন বন্দুকের রাস্তায় হাঁটল আমেরিকা? এর নেপথ্যে কি রয়েছে একের পর এক ঘটে যাওয়া সন্ত্রাস। সে কারণেই কি মার্কিনবাসীরা আত্মরক্ষার তাগিদে হাতে বন্দুক তুলে নিতে চাইছেন?

এমন হওয়াটা অবশ্য খুব একটা অবাকের নয়। কারণ আত্মরক্ষার তাগিদে এমনিতেই বিনা বাধায় নাগরিকদের অস্ত্রধারণের অধিকার নিয়ে নতুন করে ভাবনা চিন্তা চলছে মার্কিন রাজনৈতিক মহলে। এর মধ্যেই ক্যালিফোর্নিয়ায় জঙ্গিদের গণহত্যার ঘটনার পর সেই ভয়-ভীতি আরও বাড়িয়ে তুলেছে মার্কিনবাসীর মনে। এখানেই থেমে নেই। আমেরিকার গণ্ডি পেরিয়ে হিংসা পৌঁছে গিয়েছে বিশ্বের অন্য দেশেও। সমাজের উপরে যার খারাপ প্রভাব পড়ছেই। সঠিক অনুমতিপত্র থাকলে সেখানে এক জন নিজের কাছে বন্দুক রাখতেই পারেন। আর এই আইনেই গত কয়েক বছরে নাগরিকদের হাতে বন্দুকের ঘোরাফেরায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। এতটাই যে ক্রিসমাস গিফটেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement