ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার। —ফাইল চিত্র।
সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত দীপাবলির পার্টি নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। পার্টিতে নৈশভোজের মেনু নিয়ে আপত্তি তুলেছিলেন সেখানে উপস্থিত বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী। বিষয়টি নিয়ে আজ সরকারি ভাবে ক্ষমা চাইল ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর। তবে ক্ষমাপ্রার্থনার সেই বার্তায় মেনুর বিষয়টি উহ্যই রেখেছে কিয়র স্টার্মারের লেবার সরকার। প্রধানমন্ত্রীর দফতর আজ এক বিবৃতিতে লিখেছে, ‘আমরা বিষয়টির গভীরতা বুঝেছি এবং হিন্দু সম্প্রদায়কে আশ্বাস দিচ্ছি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে আর ঘটবে না’।
গত ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসভবনে দীপবালি উপলক্ষে পার্টির আয়োজন করেছিল লেবার পার্টির সরকার। ১০ ডাউনিং স্ট্রিটের দরজায় প্রদীপ জ্বালান প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার। নাচ-গানের নানা অনুষ্ঠানও হয়। কিন্তু তাল কাটে নৈশভোজের সময়ে। মেনুতে ভেড়ার মাংসের কাবাব এবং ওয়াইন আর বিয়ার দেখে আপত্তি তোলেন অনেকে। হিন্দু সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে ঠিকঠাক জ্ঞান না থাকায় এই বিপত্তি ঘটেছে বলে স্টার্মার সরকারের বিরুদ্ধে সুর চড়ান ভারতীয় বংশোদ্ভূত কনজ়ারভেটিভ এমপি শিবানী রাজা। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য লেবার সরকারকে প্রয়োজনে তিনি পথ দেখাতে রাজি বলেও জানিয়েছেন শিবানী।