Flight Service

Shortest Flight Route: মাত্র এক মিনিটের পথ, বিশ্বের সবচেয়ে স্বল্প দূরত্বের এই বিমানসফরে খরচ ১৬০০ টাকা!

‘ইনডিপেনডেন্ট’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেই পথ বিমানে অতিক্রম করতে সময় লাগে মাত্র এক মিনিট ১৪ সেকেন্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৮:১৩
Share:

স্বল্প দূরত্বের বিমান পরিষেবা। ফাইল চিত্র।

এক মিনিটের বিমানসফরের কথা কখনও শুনেছেন? অবাক লাগলেও এমনই একটি বিমান পরিষেবা রয়েছে। সেই পথের দূরত্ব মাত্র ২.৭ কিলোমিটার। ‘ইনডিপেনডেন্ট’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেই পথ বিমানে অতিক্রম করতে সময় লাগে মাত্র এক মিনিট ১৪ সেকেন্ড।

Advertisement

কোথায় রয়েছে স্বল্প দূরত্বের এই বিমান পরিষেবা?

এই বিমান পরিষেবা রয়েছে স্কটিশ দ্বীপপুঞ্জের পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রে পর্যন্ত। দাবি করা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানসফর। এই স্বল্প দূরত্ব অতিক্রম করতে খরচ হবে ১৭ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১,৬৪৫ টাকা)।

Advertisement

তবে বিমান ছাড়াও নৌকায় ওয়েস্ট্রেতে যাওয়া যায়। নৌকায় যেতে সময় লাগবে ২০ মিনিট।

পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রের বিমানপথে দূরত্ব।

এই দুই জায়গার মধ্যে সংযোগ স্থাপনের জন্য সেতু তৈরির প্রস্তাব দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। ফলে পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রে যেতে এক মাত্র ভরসা বিমান এবং নৌকা। তবে এক মিনিটের রাস্তার জন্য বিপুল বিমান ভাড়া দিয়ে যাওয়ার চেয়ে অনেকেই নৌকায় সফর করেন। তবে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ বিমানেই যাতায়াত করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement