King Cobra

King Cobra: শুধু মাত্র ছবি তোলার জন্য আট ফুটের শঙ্খচূড় নিয়ে কেরামতি! ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে

জানা গিয়েছে, যে যুবক শঙ্খচূড় নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তিনি পেশায় এক জন বিজ্ঞানী। নাম মাইক হোলস্টন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৭:২৬
Share:

সাপ নিয়ে কেরামতি মাইক হোলস্টনের। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

আট ফুট সমান একটি শঙ্খচূড় সাপের লেজ ধরে টানছেন এক যুবক। সাপটি আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর দিকে তেড়ে যাচ্ছে। কোনও রকমে নিজেকে সামলে সেটিকে তুলে ধরার চেষ্টা করতে দেখা গেল তাঁকে।

Advertisement

এ বারও সাপটি যুবকের দিকে তেড়ে গেল। কখনও সামনে, কখনও পিছনে, এ ভাবে সাপ নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন ওই যুবক। জীবনের ঝুঁকি আছে জেনেও শুধু মাত্র ছবি তোলার জন্য বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ নিয়ে কেরামতি দেখালেন তিনি।

আর্থপিক্স নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিয়ো পোস্ট হয়েছে। জানা গিয়েছে, যে যুবক শঙ্খচূড় নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তিনি পেশায় এক জন বিজ্ঞানী। নাম মাইক হোলস্টন। কোনও রকম সুরক্ষা না নিয়ে খালি হাতেই শঙ্খচূড় সাপ নিয়ে কেরামতি দেখানোয় অনেকই আশঙ্কা প্রকাশ করেছেন।

Advertisement

ইনস্টাগ্রামের এক গ্রাহক লিখেছেন, ‘প্রাণীদের অহেতুক উত্ত্যক্ত করবেন না।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement