Pfizer

ফাইজারের করোনা টিকার পিছনে রয়েছেন এই দম্পতি

জার্মানির মেন্‌জ-এ বায়োনটেক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা উগুর এবং ওজলেম।

Advertisement

সংবাদ সংস্থা

ফ্রাঙ্কফুর্ট শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৮:১৪
Share:

উগুর সাহিন এবং ওজলেম তুরেসি।

কোভিড থেকে কবে মুক্তি পাবে বিশ্ব? এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সোমবারই ফাইজার দাবি করেছে তাদের তৈরি টিকা ৯০ শতাংশ কার্যকরী। জার্মান সংস্থা বায়োনটেক-এর সঙ্গে এই টিকা তৈরির কাজ করছে ফাইজার। এই টিকা তৈরিতে যাঁরা নিরন্তর কাজ চালিয়ে গিয়েছেন তাঁরা হলেন উগুর শাহিন এবং ওজলেম তুরেসি। এই দম্পতিই এখন গোটা বিশ্বকে আশার আলো দেখাচ্ছেন।

জার্মানির মেন্‌জ-এ বায়োনটেক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা উগুর এবং ওজলেম। ২০০৮-এ অস্ট্রিয়ার ক্যানসার বিশেষজ্ঞ ক্রিস্টোফ হুবেরের সঙ্গে বায়োনটেক সংস্থা তৈরি করেন তাঁরা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই সংস্থা আগে কোনও দিন বাজারে টিকা আনেনি। কিন্তু আজ এই দম্পতির উদ্যোগই কোভিড মুক্তির আশা জাগাচ্ছে।

জন্মসূত্রে উগুর এবং তুরেসি দু’জনেই তুর্কি। শৈশব থেকেই মেডিসিন নিয়ে পড়াশোনার স্বপ্ন দেখতেন উগুর। কোলঙের একটি হাসপাতালে কাজ করার সময় তুরেসির সঙ্গে সাক্ষাত্ হয় তাঁর। দু’জনেরই স্বপ্ন ছিল ক্যানসার চিকিত্সা নিয়ে গবেষণা করা। ক্যানসারের চিকিত্সায় ইমিউনোথেরাপি নিয়ে তাঁদের সংস্থা গবেষণা এখনও চালাচ্ছে।

Advertisement

আরও পড়ুন: এনডিএ ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী নীতীশই, জল্পনা উড়িয়ে সাফ জানিয়ে দিল বিজেপি

যখন কোভিডের সংক্রমণ ছড়াতে শুরু করেছে গোটা বিশ্বে টিকা তৈরির প্রতিযোগিতায় নেমে পড়ে বায়োনটেক। উগুর এবং তুরেসির মতোই কোভিডের টিকা নিয়ে প্রথম থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা গিলবার্ট। এ বছরের জানুয়ারি থেকে ২৫০ জন গবেষক নিয়ে কাজ করে চলেছেন। ২০১৪-তে যখন ইবোলা-র সংক্রমণ ছড়িয়ে ছিল, সে সময়ও সেই সংক্রমণ ঠেকাতে গিলবার্টের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement