School Theft

পুরো স্কুলই হাপিশ করে দিল চোরের দল! জানলা-দরজা, ইট, বাদ গেল না কিছুই

বাড়িতে ঢুকে চুরির ঘটনাও নেহাত কম শোনা যায় না। স্কুলে চুরি হয়েছে, এমন ঘটনার কথাও শোনা যায়। কিন্তু তা বলে গোটা স্কুলকে হাপিশ করে দিয়েছে চোর, এমন ঘটনা আগে কখনও শুনেছেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৮:৩২
Share:

স্কুলটি আগে যে রকম ছিল (আগের ছবি)। কিন্তু এখান সেখানে কিছুই নেই। ছবি: ফেসবুক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি

Advertisement

গাড়ি, গয়না বা টাকা চুরির মতো ঘটনা শোনা যায় হামেশাই। বাড়িতে ঢুকে চুরির ঘটনাও নেহাত কম শোনা যায় না। স্কুলে চুরি হয়েছে, এমন ঘটনার কথাও শোনা যায়। কিন্তু তা বলে গোটা স্কুলকে হাপিশ করে দিয়েছে চোর, এমন ঘটনা আগে কখনও শুনেছেন? অবিশ্বাস্য লাগলেও, এমনই ঘটেছে দক্ষিণ আফ্রিকার একটি স্কুলে।

ব্রিটিশ সংবাদপত্র মেট্রো-র প্রতিবেদন অনুযায়ী, কেপ টাউনের একটি স্কুলে এমন ঘটনা ঘটেছে। তবে রাতারাতি এমন ঘটনা ঘটেনি। সংঘর্ষ এবং হিংসার ঘটনায় ২০১৯ সালে স্কুলটি বন্ধ করার নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর। তার পর থেকে স্কুলটি বন্ধ হয়েই পড়েছিল।

স্থানীয়দের দাবি, যত দিন গিয়েছে, স্কুলের আকৃতি ততই ছোট হয়েছে। একের পর এক আসবাবপত্র, জানলা, দরজা এবং স্কুলের যাবতীয় জিনিস ধীরে ধীরে হাপিশ হয়ে যাচ্ছিল। অভিযোগ, স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে মাদকাসক্তদের আড্ডাখানা হয়ে উঠেছিল। তাঁরাই এক এক করে স্কুলের ইট, কাঠ, পাথর— সব কিছু খুলে নিয়ে গিয়েছে। মাত্র ছ’মাসের মধ্যে গোটা স্কুলটিকে উধাও করে দিয়েছে চোরেরা।

কেপ টাউনের অন্যতম সেরা স্কুল ছিল উইজিগ সেকেন্ডারি স্কুল। কেপটাউনইটিসি-র প্রতিবেদন অনুযায়ী, স্কুলে ক্রমে অপরাধ বাড়ছিল। মাঝেমধ্যেই হিংসার ঘটনা ছড়িয়ে পড়ছিল। আর সে কারণেই স্কুলটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে বিশাল পরিসর জুড়ে স্কুল ছিল, সেটি পুরো ফাঁকা হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement